২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

ইয়াশ-তিশার ‘এভাবেও পাশে থাকা যায়’

-

প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও নন্দিত অভিনেত্রী তাসনুভা তিশা আগামী রোজার ঈদে প্রচারের জন্য এরই মধ্যে একটি নাটকে কাজ করেছেন। নাটকের নাম ‘এভাবেও পাশে থাকা যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ইয়াশ ও তিশা প্রথম একসঙ্গে অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এরপর তারা দু’জন প্রীতি দত্তের পরিচালনায় দু’টি নাটকে অভিনয় করেন। মাঝে প্রায় তিন বছরের বিরতি ছিল তাদের একসঙ্গে কাজ করার। প্রায় তিন বছর পর তারা দু’জন ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকে অভিনয় করলেন। নাটকটি প্রসঙ্গে পথিক সাধন জানান, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে কেউ কারো সঙ্গে দেখা করে না, কথা বলে না। দু’জনের উপলব্ধি এমন হয় যে, তারা নিজেদের জীবন নষ্ট করেছে। কিন্তু এমনটা হওয়া উচিত নয়। এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকটি। আগামী ঈদে জি-সিরিজে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে, জানালেন তিশা। ইয়াশ রোহান বলেন, ‘আমি জানি না এটা দর্শক কীভাবে নেবেন, কারণ এটা গতানুগতিক লাভ স্টোরির নাটক নয়। কিন্তু আমি আশাবাদী নাটকটি নিয়ে।’ তাসনুভা তিশা বলেন, ‘এই নাটকের গল্পটা আসলে মন থেকে উপলব্ধি করার একটা গল্প। একজন অভিনেত্রী হিসেবে আমি বহু নাটকে অভিনয় করেছি। কিন্তু এভাবেও পাশে থাকা যায় একেবারে মনের গভীর থেকে অনুভব করে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে হয়েছে। আমি আমার চরিত্রটির প্রতি ভীষণ মনোযোগী ছিলাম। কারণ যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি, তাতে বেশ সিরিয়াস হয়েই অভিনয় করতে হয়েছে। অনুরূপভাবে ইয়াশের ক্ষেত্রেও ঠিক তাই। ইয়াশ ভালো মনের একজন মানুষ এবং নিঃসেন্দেহে খুব ভালো একজন অভিনেতা। বেশ কো-অপারেটিভ। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে এই নাটকটি।’


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যশোরে শীর্ষ সন্ত্রাসী ১৪ মামলার আসামি ভাইপো রাকিব গুলিবিদ্ধ হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বাংলাদেশে পালিয়ে আসা ভারতীয় প্রেমিকযুগল সীমান্তে গ্রেফতার গোলাপের যুক্তরাষ্ট্রের ৯টি স্থাবর সম্পদ জব্দের আদেশ ভালুকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ইসরাইল-হামাস যুদ্ধের ১০টি গুরুত্বপূর্ণ মুহূর্ত চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল মিয়ানমারে যেকোনো গোষ্ঠীর অপরাধ তদন্ত করবে জাতিসঙ্ঘ বাংলাদেশের জন্য সুদের হার কমানোর কথা ভাবছে চীন : রাষ্ট্রদূত ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সকল