১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

গানের ভুবনে ধ্রুবর এক দশক

-

বাংলাদেশের গানের ইতিহাসের সাথে যে সব সিনিয়র শিল্পীর নাম আসে তাদের প্রত্যেকের কণ্ঠেই বহু জনপ্রিয় মৌলিক গান রয়েছে। সে ক্ষেত্রে ফৈরদৌসী রহমান, বশীর আহমেদ, সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনসহ যার নামই নেয়া হোক না কেন, তাদের প্রত্যেকেরই বহু জনপ্রিয় মৌলিক গান রয়েছে। স্টেজ শোতে তারা নিজেদের গান গেয়েই আজীবন দর্শক শ্রোতাদের মুগ্ধ করে এসেছেন। তাদের পরবর্তী প্রজন্মের শিল্পীরাও নিজেদের মৌলিক গান প্রকাশে ভীষণ আগ্রহী ছিলেন। তাদের মৌলিক গানও বেশ জনপ্রিয়তা পেত। কিন্তু এই সময়ে এসে শিল্পীরা মৌলিক গান ঠিকই প্রকাশ করছেন, তবে হাতেগোনা কয়েকজন শিল্পী ছাড়া কারো মৌলিক গানই সেভাবে জনপ্রিয় হয়ে উঠছে না। নন্দিত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহকে এই প্রজন্মের শিল্পী হিসেবেই বিবেচনা করা হয়। কারণ একজন গায়ক হিসেবে তার অভিষেক হয়েছে মাত্র কয়েক বছর আগে। ইউটিউবে তার কণ্ঠে প্রকাশিত প্রতিটি মৌলিক গানই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। তার কণ্ঠে প্রকাশিত মৌলিক গানগুলো হলো- ‘শুধু তোমার জন্য’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’, ‘দাগা’ ও ‘তোমার উকি ঝুঁকি’। প্রথম গান ‘শুধু তোমার জন্য’ দিয়েই বাজিমাত করেছিলেন ধ্রুব গুহ। আজ থেকে ঠিক এক দশক আগে ‘সিনেআর্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। প্রিন্স রুবেলের লেখা ও সুরে গানটির মিউজিক করেছিলেন তরিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন শুভব্রত সরকার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ। গানটিতে মডেল হয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও মডেল অভিনেত্রী শেহতাজ। গানটি এখন পর্যন্ত এক কোটি ২৮ লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন। ধ্রুবর কণ্ঠের ‘আদরে রাখিও বন্ধু’ গানটি এখন পর্যন্ত ছয় কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।


আরো সংবাদ



premium cement