১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

যাত্রা বিরতিতে জয়িতার ত্রিমাত্রিক সন্ধ্যা

যাত্রা বিরতিতে জয়িতার ত্রিমাত্রিক সন্ধ্যা -

এই শীতে অন্যরকম এক উষ্ণতম সন্ধ্যা উপহার দিতে চলেছেন শিল্পী জয়িতা। যেখানে তিনি একাধারে গাইবেন রবীন্দ্রনাথের গান, পাঠ করবেন কবিতা, শোনাবেন আবৃত্তি! ‘তবু মনে রেখো’ নামের এই ত্রিমাত্রিক আয়োজনটি হচ্ছে ১৮ জানুয়ারি, রাজধানীর যাত্রা বিরতিতে।
নিশ্চিত করেছেন জয়িতা নিজেই। অনুষ্ঠানটি রচনা ও গ্রন্থনা করছেন কবি ইরাজ আহমেদ। তিনি জানান, শনিবার রাত ৮টা থেকে শুরু হবে জয়িতা ও তার দলের এই ভিন্ন আয়োজন। যেমনটি সচরাচর হয় না, এই শহরে।
আয়োজনটি প্রসঙ্গে জয়িতা বললেন, ‘গান, কবিতা পাঠ ও আবৃত্তি মিলিয়ে আমি চেয়েছি একটি পূর্ণাঙ্গ প্রডাকশন, যার মধ্য দিয়ে একটি গল্প তৈরি হবে। বিষয় হিসেবে এই বিক্ষিপ্ত সময়ে আমরা প্রেম ও বিরহ বেছে নিয়েছি। রবীন্দ্রনাথের গানের পাশাপাশি যাদের কবিতা পড়ব তারা হলেন- জীবনানন্দ দাশ, আবুল হাসান, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তারাপদ রায়, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ ও ইরাজ আহমেদ।’
একসঙ্গে ত্রিমাত্রিক এই আয়োজন নিয়ে খানিকটা উদ্বিগ্ন আছেন শিল্পী। বললেন, ‘আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা। যেখানে গান, পাঠ, আবৃত্তি পুরোটা একা করতে যাচ্ছি। এই দুঃসাহস করার কারণ জানতে চাইলে বলব, গ্রহ নক্ষত্রে বিশাল পরিবর্তন ঘটছে- তাই মনে হয় পারলাম দুঃসাহস করতে!’
বলা দরকার, কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক আর অভিনেতা খালেদ খানের মেয়ে জয়িতা। বাবা-মায়ের পরিচয়ের বাইরে গিয়েও গান আর আবৃত্তি দিয়ে জয়িতা নিজের পরিচয় তৈরি করতে পেরেছেন।


আরো সংবাদ



premium cement