১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

দাবানলে লস অ্যাঞ্জেলস সব ইভেন্ট স্থগিত

দাবানলে লস অ্যাঞ্জেলস সব ইভেন্ট স্থগিত -

লস অ্যাঞ্জেলেসে তীব্র দাবানলের কারণে শহরের অনেক সেলিব্রিটি ও সাধারণ মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এই দাবানল শুধু যে ব্যক্তিগত জীবনকে বিপর্যস্ত করেছে তা নয়, এর প্রভাব পড়েছে পুরো হলিউড ইন্ডাস্ট্রিতেও। ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক প্যালিসেডস এবং মালিবুর মতো এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার ফলে সেলিব্রিটিদের জীবনে বিপর্যয় এসেছে এবং বেশ কয়েকটি বড় হলিউড ইভেন্ট স্থগিত বা বিলম্বিত হয়েছে।
এই দাবানলের ফলে সেলিব্রিটিরা যেমন তাদের বাড়ি হারিয়েছেন, তেমনি ফিল্ম ও টেলিভিশন শিল্পের ওপরও বিশাল প্রভাব পড়েছে। কন্ট্রিক্স চয়েস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান দুটি সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন ঘোষণা দুটি দিন পেছানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন অঞ্চলে ফিল্ম শুটিংও বন্ধ হয়ে গেছে, যার মধ্যে জনপ্রিয় টেলিভিশন শো ‘গ্রে’স অ্যানাটমি’ এবং ‘জিমি কিমেল লাইভ’ উল্লেখযোগ্য।
প্যাসিফিক প্যালিসেডস, যেখানে বহু সেলিব্রিটি বাস করেন, দাবানলের কারণে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এখানে আগুন ছড়িয়ে পড়ার ফলে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করা হয়েছে। শ্রীভারের মতো সেলিব্রিটি, যারা আগে ক্যালিফোর্নিয়ার প্রথম মহিলা ছিলেন, জানিয়েছেন যে এই এলাকায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। ‘আমাদের আশপাশ, আমাদের রেস্তোরাঁ, সব কিছু চলে গেছে,’ বলেন শ্রীভার। তিনি বলেন, ‘দাবানল বিশাল এবং নিয়ন্ত্রণের বাইরে।’
অভিনেত্রী অমি লি কুরতিস জানিয়েছেন, তার বাড়ি এবং সম্প্রদায় আগুনে পুড়ে যেতে পারে। তিনি তার ইনস্টাগ্রামে বলেন, ‘এটি একটি ভীতিকর পরিস্থিতি। আমি প্রার্থনা করছি, যদি আপনি বিশ্বাস করেন।’ প্যাসিফিক প্যালিসেডসে একেবারে আগুনের কেন্দে্র ছিলেন অভিনেতা জেমস উডস, যিনি বলেন, ‘আমরা ঠিক সেখানে ছিলাম যেখানে আগুনের শুরু হয়েছিল। আশপাশের প্রতিটি বাড়ি আগুনে পুড়ে গেছে।’
মানডি মুর, যিনি ‘থিস ইজ আস’-এর জন্য পরিচিত, তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘আমরা বাড়ি ছেড়ে চলে গেছি। জানি না আমাদের বাড়ি বাঁচবে কি না, কিন্তু আমাদের খুব খারাপ লাগছে।’
অন্যদিকে, মার্ক হ্যামিল, লেইটন মিস্টার, অ্যানা ফ্যারিস এবং প্যারিস হিলটনসহ অনেক সেলিব্রিটি তাদের বাড়ি হারিয়েছেন। প্যারিস হিলটন তার ইনস্টাগ্রামে বলেন, ‘আমরা যখন আমাদের বাড়িটি টিভিতে পুড়ে যেতে দেখলাম, তখন এটি সত্যিই হৃদয়বিদারক ছিল।’ একইভাবে, ডায়ান ওয়ারেনও তার বাড়ির ক্ষতি নিয়ে শোক প্রকাশ করেছেন, ‘এটি আমার জীবনের প্রায় ৩০ বছর ছিল এবং আমি হয়তো এখন এটি হারিয়ে ফেললাম।’
লস অ্যাঞ্জেলেস শহরের বিভিন্ন অঞ্চলে ফিল্ম প্রযোজনাগুলোও বাধাগ্রস্ত হয়েছে। প্যাসিফিক প্যালিসেডসের দাবানল ও অন্যান্য এলাকায় আগুনের কারণে বেশ কিছু চলচ্চিত্র শুটিং স্থগিত করতে হয়েছে। এমনকি ‘জিমি কিমেল লাইভ’ এবং ‘গ্রে’স অ্যানাটমি’-এর মতো টেলিভিশন শোও শুটিং বন্ধ করেছে। সেই সাথে, খ্যাতনামা হলিউড প্রিমিয়ারও বাতিল করা হয়েছে এবং শহরের অনেক জনপ্রিয় স্থান, যেমন হলিউড সাইন, জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ আফ্রিকার খনিতে ৬০ জন নিহত : পুলিশ জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সকল