১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

শাহরুখের পরামর্শেই মুম্বাইয়ে মনীষার বাড়ি!

শাহরুখের পরামর্শেই মুম্বাইয়ে মনীষার বাড়ি! -

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা ও শাহরুখ খানের বন্ধুত্ব অনেক পুরনো। তাদের সম্পর্ক শুরু হয়েছিল মুম্বাইয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করার সময়ে। সম্প্রতি এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মনীষা কৈরালা নিজের ক্যারিয়ারের প্রথম দিকের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং শাহরুখ খানের দেয়া মুম্বাইয়ে বাড়ি কেনার পরামর্শের কথা প্রকাশ করেছেন।
মনীষা বলেন, ‘শাহরুখ আমার বন্ধু ছিল তার শুরু থেকেই। আমরা মুম্বাইয়ে এসে একসাথে কিছু সময় কাটাতাম। এক দিন শাহরুখ আমাকে বলেছিল, ‘তুমি যদি মুম্বাইয়ে স্থায়ী হতে চাও, তাহলে তোমার এখানে একটি বাড়ি থাকা উচিত। এতে তুমি শহরকে আরো নিজের মতো মনে করবে। শাহরুখ প্রথম ব্যক্তি ছিল, যে আমাকে এই পরামর্শ দিয়েছিল।’ তিনি আরো বলেন, ‘যখন শাহরুখ আমাকে বলেছিল বাড়ি কেনার কথা, তখন আমি ভাবলাম, তার কথায় অনেক সত্যি আছে। এই শহরে নিজেকে মাটি থেকে জড়িয়ে রাখতে হলে, একটি জায়গা থাকা জরুরি। শাহরুখের পরামর্শ মেনে আমি মুম্বাইয়ে আমার বাড়ি কিনেছিলাম।’
মনীষা তার ব্যক্তিজীবনের আরো একটি বিশেষ অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যেখানে তিনি রেক্কা জির সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হন। তিনি বলেন, ‘রেক্কার সঙ্গে আমার বন্ধুত্ব পরে গড়ে ওঠে। প্রথমবার যখন আমি তাকে মেকআপ ছাড়া দেখলাম, আমি সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তার প্রকৃত সৌন্দর্য তখন আমার সামনে ছিল। সেই মুহূর্তে আমি তার থেকে অনেক কিছু শিখলাম- যতটা বাহ্যিক সৌন্দর্য ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল তার মনের সৌন্দর্য।’
মনীষা আরো বলেন, ‘রেক্কা একটি রহস্যময় নারী, যার মধ্যে সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও সহানুভূতির মিশ্রণ রয়েছে। আমাদের সম্পর্ক ও বন্ধুত্ব অনেক পরবর্তী সময়ে গভীর হয়েছে।’ মনীষা কৈরালা সম্প্রতি সঞ্জয় লীলা ভানসালি পরিচালিত ‘হীরামন্দি’তে অভিনয় করছেন। এছাড়া তিনি ২০২৩ সালে ‘শেহজাদা’ ছবিতে অভিনয় করেছেন এবং ২০১৮ সালে ‘সঞ্জু’ ও ‘লাস্ট স্টোরিজ’তেও দেখা গিয়েছিল তাকে।
এ ছাড়া মনীষা তার ক্যারিয়ারের শুরুর দিনগুলো এবং শাহরুখ ও রেক্কার সাথে কাটানো সময়ের কথা মনে করে এক অভূতপূর্ব অনুভূতি প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement
‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস আলম রংপুরে প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ভারত কেন এখন আফগান তালেবানের সাথে সুসম্পর্ক রাখতে চায়? তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নারী নিহত বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জামায়াতের পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করা হবে : উপদেষ্টা ট্রেবলজয়ীদের গোলবন্যায় ভাসল সালফোর্ড সিটি ‘আওয়ামী লীগের সময় খেলাধুলা ছিল রাজনৈতিক চক্রে আবদ্ধ’ প্লট জালিয়াতি : হাসিনা-রেহানা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সকল