নিপুণ আক্তারকে বিমানবন্দরে আটকাল ইমিগ্রেশন পুলিশ
- সাকিবুল হাসান
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
চিত্রনায়িকা নিপুণ আক্তারকে লন্ডন যাওয়ার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সকালে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেওয়া হয়। তবে, এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বশীল এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, নিপুণ আক্তারকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনা ঘটেছে তখন, যখন তিনি নিজের পাসপোর্ট নিয়ে লন্ডন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা বিতর্কের জন্য আলোচিত ছিলেন নিপুণ আক্তার। বিশেষত জায়েদ খানের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। ২০২২ সালে বিএফডিসি নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফলাফল পাল্টানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। একাধিক বার নির্বাচনে ফল বাতিলের দাবি জানিয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও, ২০২৪-২৬ সালের শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন তিনি।
এসব বিতর্কের মাঝেও তার রাজনৈতিক সম্পর্ক এবং সেগুলোর মাধ্যমে অর্জিত বিপুল সম্পদ তাকে আরও বেশি আলোচনায় রেখেছে। তার ব্যবসায়িক উদ্যোগ যেমন ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পার্লারের উদ্বোধন এবং বিদেশী ভ্রমণও তার বিতর্কিত চরিত্রের অংশ হয়ে দাঁড়িয়েছে।
নিপুণ আক্তার চলচ্চিত্র জগতের বাইরে একসময় সক্রিয় ছিলেন রাজনৈতিক প্রেক্ষাপটে। বিএফডিসির ক্ষমতা এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্তিশালী করতে চেয়েছিলেন। যদিও তার সিনেমার ক্যারিয়ার তেমন সফল ছিল না, তারপরও রাজনৈতিক সমর্থন ও বিতর্কিত কর্মকাণ্ড তাকে সাম্প্রতিক সময়ে আরও আলোচিত করেছে।
এদিকে, নিপুণ আক্তারের বিদেশে থাকা এবং চলচ্চিত্রে উপস্থিতির কমতিও তার সম্পর্কে গুঞ্জন তৈরি করেছে। অনেকেই বলছেন, তিনি তার পরিবারের সঙ্গে বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন। তবে, সম্প্রতি তার ফেসবুক পোস্ট ও চলচ্চিত্র শিল্পী সমিতির অফিশিয়াল প্যাড ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিনয় করার আদৌ কোন পরিকল্পনা তার ছিল না নিপুণের। পড়াশোনা করেছেন কম্পিউটার বিজ্ঞানে, রাশিয়ার রাজধানী মস্কোতে। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে।
কিন্তু ২০০৬ সালে বাংলাদেশে বেরাতে এসে ঢুকে পড়েন ঢাকার সিনেমা জগতে। এরপর আর ফিরে তাকাননি নিপুণ।
বাংলাদেশে এসে ২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন নিপুণ। তার অভিনীত প্রথম সিনেমা ‘রত্নগর্ভা মা’ হলেও এটি তেমন আলোচিত হয়নি। তবে, ‘সুজন মাঝি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে কিছুটা জনপ্রিয়তা লাভ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা