নায়িকারূপে রিয়েলীর অভিষেক
- বিনোদন প্রতিবেদক
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
এর আগে তাকে সিনেমার রূপালী পর্দায় দেখা গিয়েছিল। তবে সেটা নায়িকারূপে নয়। এবার নায়িকারূপে তাকে সিনেমার রূপালী পর্দায় হাজির হয়েছেন। অনন্য মামুন পরিচালিত ‘মেকাপ’ সিনেমাটি শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে । এই সিনেমার মধ্যদিয়েই নেত্রকোনার মেয়ে নিপা আহমেদ রিয়েলীর নায়িকা হিসেবে অভিষেক হলো। টানা কয়েক বছর সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে ছিল। কিন্তু তবুও নায়িকা রিয়েলীর প্রত্যাশা ছিল যে এই সিনেমাটি একদিন মুক্তি পাবে। সার্টিফিকেশন বোর্ড সিনেমাটি মুক্তির অনুমোদন দিলে রিয়েলীর নায়িকা হিসেবে স্বপ্নপূরণ যেন আর বাকী রইল না। ‘মেকাপ’ সিনেমার গল্প এগিয়ে যায় একজন সুপারস্টার মুন্নীর গল্পকে কেন্দ্র করে। আর এই মুন্নী চরিত্রেই অভিনয় করেছেন রিয়েলী। সিনেমাটিতে রিয়েলী অভিনয় করার সুযোগ পেয়েছেন দেশের বরেণ্য অভিনেতা তারিক আনাম খান ও এই প্রজন্মের নায়ক জিয়াউল রোশানের সঙ্গে। নায়িকা হিসেবে নিজের প্রথম সিনেমা নিয়ে রিয়েলী বলেন, ‘কথা ছিল মামুন ভাইয়ের ওয়েব সিরিজে কাজ করার। কিন্তু মামুন ভাই যখন আমার সঙ্গে সিরিজটি নিয়ে আলোচনায় বসলেন তখন তিনি আমাকে মেকাপ সিনেমায় কাজের কথাই চূড়ান্ত করেন। যদিও এখানে একজন বড় সুপারস্টারের কাজ করার কথা ছিলো। কিন্তু মামুন ভাই ভেবে দেখলেন নতুন একটি মুখ হলে সেটা দর্শকের কাছে আরো বেশি বিশ^স্ত হয়ে উঠবে। মামুন ভাইয়ের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ যে তিনি আমাকে এই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। শ্রদ্ধেয় তারিক আনাম খান স্যারের সঙ্গে অভিনয় করে অভিনয়ের অনেক কিছুই শেখার চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা যেখানে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, সেই হতাশা থেকে এখন মেকাপকে ঘিরে আশার আলো। আমরা মেকাপের জয়জয়কারের স্বপ্ন দেখছি। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য। মেকাপের পুরো টিমের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ এর আগে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে অনি বিশ^াসের ‘খোদা হাফেজ’ সিনেমাটি। এছাড়াও আগামী মার্চ মাসে সৈকত নাসিরের ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’ প্রচারে আসবে আগামী মার্চ মাসে রিয়েলীর জন্ম মাসে। এতে রিয়েলীকে দর্শক অ্যাকশন কন্যারূপে দেখতে পাবেন। রিয়েলী অভিনয় শিখেছেন কলকাতার একজন থিয়েটার আর্টিস্টের কাছে। নেত্রকোনাতেই পড়াশোনা শেষে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্টের স্টিল ফটোগ্রাফি’তে মডেল হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেন রিয়েলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা