রুনা লায়লার সঙ্গে দ্বৈত গানে বাপ্পা মজুমদার
- বিনোদন প্রতিবেদক
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০০
একটা সময় ছিল রেডিওতে সিনেমার কোনো ডুয়েট সং বা দ্বৈত গান প্রচারের আগে যখন শিল্পীদের নাম ঘোষণা করা হতো তখন এভাবেই বলা হতো, দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর। কিংবা অন্যান্য কোনো শিল্পীর দ্বৈত গান প্রচার হলে তাদের নাম বেশ স্পষ্টভাবেই বলা হতো। বাংলাদেশের সিনেমার গানে ‘রুনা লায়লা ও অ্যান্ড্রু কিশোর’-এর গাওয়া বহু জনপ্রিয় গান রয়েছে। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার সঙ্গে অ্যান্ড্রুু কিশোরের পর অনেকেই দ্বৈত গান গেয়েছেন। আবার অনেকেই তার সঙ্গে গান গাওয়ার স্বপ্ন নিয়ে প্রতীক্ষায় ছিলেন। কিন্তু কিছু কিছু স্বপ্ন শিল্পীদের ক্ষেত্রে অধরাই থেকে যায়। তবে ভাগ্য সহায় হলে সেই অধরা স্বপ্নই যেন ধরা দেয়। দেশের গুনী, জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের ক্ষেত্রেও যেন ঠিক তাই হয়েছে। গীতিকার সৈয়দ গালিব হাসানেরই উদ্যোগে বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে ‘বলেছ’ শিরোনামের একটি একক গানে কণ্ঠ দেবার কথা ছিল রুনা লায়লার। গানটির পুরো কাজটি নেপথ্যে থেকে নির্দেশনাসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ ভীষণ আন্তরিকতা নিয়ে করছিলেন গালিব। কিন্তু গানটির কথা ও সুর শোনার পর রুনা লায়লা বাপ্পা মজুমদারকে বলেন, ‘তুমি বরং আমার সঙ্গে গাও’। আর এর পরপরই যেন দৃশ্যপট বদলে যায়। অবশেষে গেল বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটি প্রসঙ্গে জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা বলেন, ‘বলেছ’ খুব সুন্দর একটি গান। কম্পোজিসনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। সত্যিই, বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমবার আমার আর বাপ্পার ডুয়েট গান। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’ বাপ্পা মজুমদার বলেন,‘ আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! আমার প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! কিংবদন্তি এই মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলবার সাহস আমি নাই দেখাই! গানটি মূলত করা হয়েছিল শুধু ম্যামের জন্য! ম্যাম নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সাথে গাও! গানটি ডুয়েট হোক! ব্যাপারটি আমার কাছে হাতে চাঁদ পাবার মতো বললে অত্যুক্তি হবে না একদমই!
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা