১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

উচ্ছ্বসিত শাম্মী

-

গেল শুক্রবার বছরের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেল নন্দিত অভিনেত্রী এলিনা শাম্মী অভিনীত সিনেমা ‘মধ্যবিত্ত’। এই সিনেমায় গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভিন্ন ঘরানার গল্প নিয়ে মোট ১৩টি সিনেমা হলে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শক হলে হলে গিয়ে দেখছেন এবং নানান মাধ্যমে শাম্মী তার অভিনয়ের জন্য সাড়া পাচ্ছেন তাতেই তিনি তৃপ্ত, সন্তুষ্ট। শাম্মীর ভাষ্যমতে, তিনি বছরের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার অভিনেত্রী হিসেবে তার ‘মধ্যবিত্ত’ এখন পর্যন্ত দর্শক যারা দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের কাছ থেকে যেভাবে তিনি সাড়া পেয়েছেন তাতে ভীষণ সন্তুষ্টি প্রকাশ করছেন বারবার। তবে আগামী সপ্তাহে সিনেমাটি কোন কোন হলে প্রদর্শিত হবে তার নিয়ে এখনো কোনো চূড়ান্ত কিছু জানেন না তিনি। তবে ‘মধ্যবিত্ত’ সিনেমার টার্গেট অডিয়েন্স যারা ছিল তারা সিনেমাটি দেখছেন এবং আগামী সপ্তাহেও সিনেমাটি দেখার জন্য দর্শক আগ্রহ প্রকাশ করছেন এই নিয়ে বেশ উচ্ছ্বসিত শাম্মী।


আরো সংবাদ



premium cement