০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

গোল্ডেন গ্লোব ২০২৫ : সেরা মুভি ও টিভি সিরিজের স্বীকৃতি পেয়েছে যারা

গোল্ডেন গ্লোব ২০২৫ : সেরা মুভি ও টিভি সিরিজের স্বীকৃতি পেয়েছে যারা -


২০২৫ সালের গোল্ডেন গ্লোবস ছিল এক আড়ম্বরপূর্ণ ও মহিমান্বিত সন্ধ্যা, যেখানে হলিউডের সেরা প্রতিভারা তাদের অসাধারণ সৃষ্টির জন্য সম্মানিত হন। বেভারলি হিলটনের বিখ্যাত হল, সোনালি আলোতে সজ্জিত, পরিপূর্ণ ছিল তারকাদের উপস্থিতিতে। দর্শকদের মধ্যে তীব্র উত্তেজনা, একে অপরের সাথে আলিঙ্গন ও অভিনন্দনের মন্ত্রমুগ্ধ মুহূর্ত, আর প্রত্যেকটি পুরস্কার বিতরণ ছিল এক নতুন ইতিহাসের সৃষ্টি।
বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় দ্য বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠানটি শুরু হয় নিকি গ্লেজারের তীক্ষè হাস্যরসপূর্ণ উপস্থাপনায়। যেখানে উজ্জ্বল পোশাক পরিহিত সেলিব্রিটিরা লাল গালিচায় পা রেখেই এক অনন্য মহাকাব্যিক মুহূর্তে পরিণত হন। সোনালি আলো এবং মনোমুগ্ধকর সঙ্গীতের সাথে সুর মিলিয়ে একে একে পুরস্কৃত হন সেরা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীরা। মঞ্চে উপস্থিত ছিলেন জেন ফোন্ডা, মেরিল স্ট্রিপ, অ্যান্টনি অ্যান্ডারসন এবং আরো অনেক নামী তারকা, যারা এই বিখ্যাত রাতে উপস্থিত ছিলেন।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা সিনেমাসহ (মিউজিক্যাল অথবা কমেডি) সর্বাধিক চারটি পুরস্কার জিতল ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ-ইংরেজি ভাষার ছবির স্বীকৃতিও পেয়েছে এটি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানিয়া। এছাড়া সেরা মৌলিক গান হয়েছে এই ছবির ‘এল মাল’।
এবারের গোল্ডেন গ্লোবস বিজয়ীদের নির্বাচনে ভোট দিয়েছেন ৮৫টি দেশের ৩৩৪ জন সাংবাদিক। আমেরিকান অডিট, ট্যাক্স ও পরামর্শদাতা সংস্থা কেপিএমজি ভোট তালিকাভুক্তির দায়িত্ব পালন করেছে। আসরে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের পুরস্কার জিতলেন রোমানিয়ান-আমেরিকান তারকা সেবাস্টিয়ান স্ট্যান। ‘অ্যা ডিফারেন্ট ম্যান’ চলচ্চিত্রে একজন উচ্চাকাক্সক্ষী অভিনেতার চরিত্রে দারুণ পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন স্কিমবার্গ।

‘অ্যা ডিফারেন্ট ম্যান’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় গত বছরের ২১ জানুয়ারি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে। এরপর ৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয় এটি। এ ছবির জন্য বার্লিনে সেরা অভিনেতা হিসেবে রৌপ্য ভালুক পুরস্কার জিতেছেন সেবাস্টিয়ান স্ট্যান। মারভেল স্টুডিওসের বিভিন্ন সুপারহিরো ছবির উইন্টার সোলজার হিসেবে তিনি বেশ জনপ্রিয়।
‘অ্যা ডিফারেন্ট ম্যান’-এর গল্প একজন উচ্চাকাক্সক্ষী অভিনেতাকে কেন্দ্র করে। নিজের চেহারাকে ব্যাপকভাবে রূপান্তরের জন্য বড়সড়ো চিকিৎসা পদ্ধতি বেছে নেয় সে। কিন্তু তার নতুন স্বপ্নের অবয়ব দ্রুতই পরিণত হয় দুঃস্বপ্নে। সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগে সেবাস্টিয়ান স্ট্যানের জয় একরকম চমকই বটে। কারণ জেসি আইজেনবার্গ (অ্যা রিয়েল পেইন) ও গ্লেন পাওয়েল (হিট ম্যান) ফেভারিট ছিলেন। এবারের আসরে এই বিভাগে আরো মনোনয়ন পেয়েছেন হিউ গ্র্যান্ট (হেরেটিক), গ্যাব্রিয়েল লাবেল (স্যাটারডে নাইট), জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস)।

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের পুরো বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী (ড্রামা)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)

সেরা চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)
সেরা মৌলিক আবহ সঙ্গীত
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)
সেরা মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)
সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)
সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)

ভায়োলা ডেভিস
টেলিভিশন বিভাগ
সেরা টিভি সিরিজ (ড্রামা)
শোগান (এফএক্স/হুলু)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
হিরোয়ুকি সানাদা (শোগান)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
অ্যানা সোয়াই (শোগান)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ : নাইট কান্ট্রি)
সেরা পার্শ্ব অভিনেতা
তাদানোবু আসানো (শোগান)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জেসিকা গানিং (বেবি রেন্ডিয়ার)
সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স
আলি ওয়াং (আলি ওয়াং : সিঙ্গেল লেডি, নেটফ্লিক্স)
ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
টেড ড্যানসন

 


আরো সংবাদ



premium cement