০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

অঞ্জনাকে নিয়ে ঋতুপর্ণার স্মৃতিচারণ

-

দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত সদ্য প্রয়াত বাংলাদেশের নন্দিত নায়িকা অঞ্জনাকে নিয়ে গভীর দুঃখ প্রকাশ করে অঞ্জনাকে নিয়ে কিছু কথা বলেছেন। তবে সেসব কথা বলার আগে তিনি বাংলাদেশের সিনেমার সব সিনিয়র শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। এরই মধ্যে আরো যারা চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনাও করেছেন তিনি। বাংলাদেশের সিনেমায় ঋতুপর্ণার সবচেয়ে ভালো বন্ধু ছিল প্রয়াত নায়ক মান্না। সেই মান্নাও যখন হঠাৎ করে চলে গেলেন তখন ভীষণ কষ্ট পেয়েছিলেন ঋতুপর্ণা। আবার নায়করাজ রাজ্জাকও তাকে ভীষণ স্নেহ করতেন। নায়করাজও যখন পরপারে চলে যান ভীষণ দুঃখ প্রকাশ করে সেই সময় ঋতুপর্ণা বলেছিলেন, বাংলাদেশে তিনি তার অভিভাবককে হারিয়েছেন। আর কয়েক দিন আগে ঋতুপর্ণা বাংলাদেশে তার আরো একজন অভিভাবক চিত্রনায়িকা অঞ্জনাকে হারালেন। কলকাতা থেকে অঞ্জনা রহমান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমি খুব কষ্ট পেয়েছি অঞ্জনা আপার এই অকাল প্রয়াণে। অনেক বড় মাপের একজন শিল্পী ছিলেন তিনি, ছিলেন একজন বড় মনের মানুষও বটে। আমাকে খুব আদর করতেন দিদি। ঢাকায় কিছু দিন আগে একটি প্রেস কনফারেন্সে তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি তখন আমার কাজ নিয়ে কত কত কথা বললেন, আমার অভিনয়ের প্রশংসা করলেন, আমাকে অনেক আদর করলেন এবং আরো ভালো ভালো কাজ করার পরামর্শ দিলেন। এক মাস আগেই আমি আমার মাকে হারালাম। আর তারপর অঞ্জনা দিদিসহ কত প্রিয় প্রিয় মানুষ চলে যাচ্ছেন। অঞ্জনা আপার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।

 


আরো সংবাদ



premium cement