০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

মেগান মার্কলের লাইফস্টাইল শো ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে

মেগান মার্কলের লাইফস্টাইল শো ১৫ জানুয়ারি নেটফ্লিক্সে -

মেগান মার্কল, ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী ও অভিনেত্রী। আগামী ১৫ জানুয়ারি তার নতুন লাইফস্টাইল ও কুকিং শো ‘উইথ লাভ মেগান’ নেটফ্লিক্সে শুরু করবেন। বৃহস্পতিবার তিনি সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেন। ইনস্টাগ্রামে ডাচেস অব সাসেক্স লিখেছেন, এটি শেয়ার করতে পেরে আমি এতটাই উত্তেজিত যে, আপনি শোটি পছন্দ করবেন, কারণ আমি এটি বানাতে খুব উপভোগ করেছি।
নেটফ্লিক্স ‘উইথ লাভ মেগান’ শোর ট্রেলার এরই মধ্যে প্রকাশ করেছে, এটি একটি ‘এপিসোড-৮’ সিরিজ, যেখানে ‘সুটস’ সিরিজের তারকা মেগান কুকিং, বাগান তৈরি, ক্র্যাফটিং, ফুলের সাজসজ্জা এবং হোস্টিংয়ের টিপস শেয়ার করবেন।
এই শোতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান রাঁধুনী অ্যালিস ওয়াটার্স, অভিনেত্রী মিন্দি কেলিং এবং মেগানের ঘনিষ্ঠ বন্ধু এবিগেইল স্পেন্সার, যিনি সিরিজের এক সহঅভিনেত্রী। ট্রেলারে সামান্য সময়ের জন্য হাজির হয়েছেন প্রিন্স হ্যারি।
মেগান ইনস্টাগ্রামে লিখেছেন ‘সমর্থন এবং আনন্দের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ!’
মার্চ ২০২৪-এ মেগান তার লাইফস্টাইল ব্র্যান্ড ‘অ্যামেরিকান রিভিয়ার অর্চার্ড’ চালু করেছেন।
২০২০ সালের শুরুর দিকে রাজকীয় দায়িত্ব থেকে সরে আসার পর, ডিউক এবং ডাচেস অব সাসেক্স রাজকীয় তহবিল থেকে বাদ পড়েন, ফলে তাদের নিজেদের আয় তৈরির জন্য নতুন উপায় খুঁজতে হয়।
তাদের নেটফ্লিক্সের সাথে অংশীদারিত্বের ফলে ২০২২ সালের ডিসেম্বর মাসে ‘হ্যারি ও মেগান’ নামে একটি ছয়-এপিসোড ‘ডকুসিরিজ’ মুক্তি পায়, যা ব্যাপক আলোচনায় আসে।
এপ্রিল মাসে এই দম্পতি, যারা ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন, মেগানের লাইফস্টাইল শো ও পেশাদার পোলো সম্পর্কিত দ্বিতীয় সিরিজের ঘোষণা দেন। হ্যারি দীর্ঘদিন ধরে পোলো খেলার প্রতি আগ্রহী।
বর্তমানে তারা রাজপরিবারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন, কারণ তারা বারবার অভিযোগ করেছেন, মেগান, যিনি মিশ্র বর্ণের, রাজকীয় কাজকর্মের সময়ে অবিচারের শিকার হয়েছেন।
হ্যারি তার পিতা, কিং চার্লস তৃতীয়-এর অভিষেকের জন্য যুক্তরাজ্যে সামান্য সময়ের জন্য গিয়েছিলেন এবং পরে যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হন, তখন আবার সেখানে ফিরে যান।
হ্যারি তার ভাই উইলিয়ামের সঙ্গে কয়েক মাস ধরে কথা বলেননি। মার্চ মাসে যখন উইলিয়ামের স্ত্রী কেট ক্যান্সারে আক্রান্ত হন, হ্যারি এবং মেগান তাদের মন্তব্যে বলেন, ‘আমরা কেট এবং পরিবারের জন্য স্বাস্থ্য ও আরোগ্য কামনা করি।’


আরো সংবাদ



premium cement
সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া পাত্রী দেখতে যাচ্ছিলেন ফরিদপুরে দুর্ঘটনায় নিহতরা কুড়িগ্রামে ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ চাটমোহরে আ: লীগ নেতাসহ গ্রেফতার ৩ সাভারে বিপিএটিসি’র কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

সকল