০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

প্রথম শ্রেণীতে প্রথম হওয়া লাবণ্যের মনোযোগ মৌলিক গানে

-

প্রজন্মের শ্রোতাপ্রিয় মিষ্টি কণ্ঠের গায়িকা ইয়াসমিন লাবণ্য। একজন গায়িকা হিসেবে শ্রোতা দর্শকের মধ্যে তার বেশ কদর রয়েছে। আধুনিক গান পরিবেশনায় তার মিষ্টি কণ্ঠ দিয়ে আর যথাযথ শব্দ চয়নে তিনি নিজেকে আলাদা করে নিতে পারছেন। লাবণ্যের কণ্ঠে গান যিনি একবার শোনেন তিনি পরবর্তীতেও তার কণ্ঠে গান শোনার আগ্রহ প্রকাশ করেন। শিল্পীর গান পরিবেশনার ক্ষেত্রে এখানেই সার্থকতা। গান গাইছেন নিয়মিত তিনি, তবে এই বছরে মৌলিক গান প্রকাশে মনোযোগটা বেশি দেয়ার ইচ্ছে বলে জানালেন। গত বছরের প্রায় শেষের দিকে ইয়াসমিন লাবণ্য ও ইউসুফ আহমেদের কণ্ঠে প্রকাশিত হয় ‘চাইনা হৃদয় ভেঙে যাক’ গানটি। এই গানটিতে দুজনের গায়কী শ্রোতা দর্শকের মন কেড়েছে। গানের কথা ও সুরের সাথে তাদের দু’জনের কণ্ঠ গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছে। এই গানটিও লাবণ্যের জীবনের অন্যতম ভালো লাগার একটি গান। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। গানটি ‘ইউসুফ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত আছে। এদিকে লাবণ্য এরই মধ্যে ‘মাঝে মাঝে হায় স্বপ্ন দেখায়’ শিরোনামের একটি গানে ভয়েজ দিয়েছেন। এই গানটি শিগগিরই বাংলাদেশ বেতারে প্রচার হবে। গানটি ম. গোলাম মোস্তফা, সুর করেছেন সম খায়রুল ইসলাম। এছাড়াও আগামী ১২ জানুয়ারি হীরেন্দ্রনাথের কথা ও দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুরে ‘তুমি তো জীবন আমার’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দেবেন। এছাড়াও অভি মঈনুদ্দীনের লেখা ও সুরে ইউসুফ আহমেদ খানের সঙ্গীত পরিচালনায় আরো একটি গানে ভয়েজ দেয়ার কথা রয়েছে লাবণ্যের। এদিকে নতুন বছরের শুরুটা হয়েছে লাবণ্যের পরিবারের সাথে। লাবণ্য মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি অনুষ্ঠান রাঙা সকালের নিয়মিত উপস্থাপক। এরই মধ্যে রাঙা সকালের কয়েকটি পর্বের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন লাবণ্য। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে বৈশাখী টিভি, একুশে টিভিতে শোতে অংশ নেবেন। ইউটিউব-ভিত্তিক কিছু কাজও আছে সামনে। মূলকথা, যা কিছু নিয়েই ব্যস্ত থাকুন না কেন, এবার মৌলিক গানের দিকে মনোযোগটা বেশিই দেবেন। লাবণ্য বলেন, ‘গত বছরটা বেশ ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। আশা আরো বেশি যে এই বছরটি আরো ভালো কাটবে। কারণ এই বছর আমার মনোযোগটা থাকবে মৌলিক গান বেশি প্রকাশ করা নিয়ে। গত বছরের শেষপ্রান্তে চাইনা হৃদয় ভেঙে যাক নিয়ে বেশ ভালো সাড়া পেয়েছি। আমার সহশিল্পী ছিলেন আমারই অত্যন্ত প্রিয় শিল্পী, প্রিয় মানুষ ইউসুফ আহমেদ খান। তার সাথে দ্বৈত গান করাটা আমার জন্য ভীষণ ভালো লাগার। এরই মধ্যে বেতারের জন্য মৌলিক গান গেয়েছি, সামনেও গাইব।


আরো সংবাদ



premium cement
রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার কুয়েটে ১০৬৫ আসনের বিপরীতে ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী কুখ্যাত গুয়ানতানামো কারাগার থেকে মুক্তি ১১ ইয়েমেনির ৫ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক : মুখপাত্র শিখা জানা গেল কেরানীগঞ্জ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সচিবালয়ের সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বাড়ি, জমি ও ফ্ল্যাট জব্দের আদেশ ইবির পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ ২ জনের মৃত্যু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া

সকল