মঞ্চে অভিনয়ে দুই যুগ পেরিয়ে ওবিদ রেহান
- বিনোদন প্রতিবেদক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
ওবিদ রেহান, একজন দর্শকপ্রিয় অভিনেতা। টিভি নাটকে অভিনয় করেই তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। তবে মা রেহানা রহমানের অনুপ্রেরণায় মূলত মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন তিনি ২০০০ সালে ‘নাট্যকেন্দ্র’ নাট্যদলের হয়ে। এই দলের হয়ে তিনি ‘প্রজাপতি’, ‘প্রতিসরণ’, ‘ডালিম কুমার’, ‘আরজ চরিতামৃত’, ‘তীর্থযাত্রী’সহ আরো বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। একজন মঞ্চাভিনেতা হিসেবে তিনি সবসময়ই ভীষণ গর্ববোধ করেন। যে কারণে এখনো তিনি মঞ্চে নিয়মিত অভিনয় করেন। ওবিদকে প্রথম সিনেমায় দেখা যায় তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ সিনেমায়। এরপর ‘স্ফুলিঙ্গ’, ‘উদীয়মান সূর্য’সহ আরো বেশ কয়েকটি সিনেমায় তাকে অভিনয়ে দেখা যায়। খুলনার সোনাডাঙ্গার মদিনা মসজিদে জন্ম নেয়া ওবিদের বাবা মো. বজলুর রহমান। মাকে হারিয়েছেন তিনি কয়েক বছর আগে। এইচএসসি তিনি খুলনাতেই সম্পন্ন করেছেন। ঢাকার সলিমুল্লাহ কলেজ থেকে গ্র্যাজুয়েসন সম্পন্ন করা ওবিদের আজ জন্মদিন। অভিনয় ও জন্মদিন প্রসঙ্গে ওবিদ রেহান বলেন, ‘মায়ের অনুপ্রেরণাতেই অভিনয়ের পথে আমার পথচলা। এখনো মনেপ্রাণে লালন করি অভিনয়কেই। এখনো প্রতিনিয়ত অভিনয় শিখছি মঞ্চে কিংবা ক্যামেরার সামনে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা