০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বছরের শুরুতেই অভিনয়ে ফিরছেন রিচি

-

গেল বছরের শেষপ্রান্তে এসে নিজের ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে অবস্থিত এই বিউটি লাউঞ্জের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। রিচির নিমন্ত্রণেই উদ্বোধনীতে উপস্থিত হয়েছিলেন অপূর্ব। বছরের শেষপ্রান্তে রিচি তার বিউটি লাউঞ্জ নিয়ে ব্যস্ত থাকলেও বছরের শুরুতেই রিচি নতুন নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন। বছরের প্রথম দু’টি দিন নিজের মতো করে কাটিয়ে আগামী ৩ জানুয়ারি থেকে রিচি সোলায়মান ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকের মধ্য দিয়ে একটি বিরতির পর আবারো অভিনয় শুরু করতে যাচ্ছেন। ‘পরস্পর’ নাটকটির গল্প রচনা করেছেন অপূর্ণ রুবেল। নাটকটিতে রিচিকে দেখা যাবে সোমা নামের চরিত্রে। এর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় রিচি একটি নাটকেই অভিনয় করেছিলেন। এই নিয়ে রাফাতের নির্দেশনায় রিচির দ্বিতীয়বার কাজ হতে যাচ্ছে। রিচি বলেন,‘গল্প এবং চরিত্র ভালো হলে আনুষঙ্গিক অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে কাজ করতে ইচ্ছে করে। অপূর্ণ রুবেলের লেখা পরস্পর গল্পটা ভালো লেগেছে। যে কারণে কাজটি করতে যাচ্ছি। ইমরাউল রাফাত দীর্ঘদিন ধরেই কাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে। নির্মাতা হিসেবে যেমন ভালো ঠিক তেমনি মানুষ হিসেবেও ভালো। তার কথা আর কাজের সাথে দারুণ মিল রয়েছে। যত দিন ধরেই রাফাতকে দেখছি একটা বিষয়ই আমার কাছে ভালো লেগেছে যে, তার মধ্যে ভালো কাজ করার একটি চেষ্টা থাকে সবসময়। আর শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করে। আশা করছি তার সঙ্গে আমার দ্বিতীয় কাজটিও ভালো হবে ইনশাআল্লাহ।’ এদিকে রিচি জানান, এরই মধ্যে আরো বেশ কিছু স্ক্রিপ্ট তার হাতে এসে পৌঁছেছে। তিনি সময় নিয়ে স্ক্রিপ্টগুলো পড়বেন, এরপর জানাবেন সেসব স্ক্রিপ্টে কাজ করবেন কী করবেন না। আজ থেকে প্রায় আট বছর আগে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘দূরত্ব’ নামক একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম। এতে রিচির সঙ্গে আরো অভিনয় করেছিলেন ইরেশ যাকের, আফরান নিশো ও নূসরাত ইমরোজ তিশা।


আরো সংবাদ



premium cement