০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

শবনমের সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সম্মান ও শ্রদ্ধার মুহূর্ত

শবনমের সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সম্মান ও শ্রদ্ধার মুহূর্ত -


বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়িকা শবনম এবং পাকিস্তানের কাওয়ালি ও সুফি ঘরানার জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খানের মধ্যে সাম্প্রতিক সাক্ষাৎটি শিল্পী সমাজের জন্য একটি অনন্য মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। শবনম, যিনি দীর্ঘ বছর ধরে বাংলা সিনেমার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত এবং রাহাত ফতেহ আলী খান বিশ্বব্যাপী সুফি সঙ্গীতের সেরা কণ্ঠশিল্পীদের একজন, একে অপরকে শ্রদ্ধা প্রদর্শন করেছেন এক বিশেষ ডিনার অনুষ্ঠানে। এই মিলনস্বরূপ সাক্ষাৎটি তাদের শিল্পীসত্তার প্রতি সম্মান ও ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ। গত সপ্তাহেই ঢাকায় দু’টি সঙ্গীত কনসার্টে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলেন রাহাত ফতেহ আলী খান। ২১ এবং ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত এই কনসার্টগুলোতে তিনি তার অসামান্য কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। তবে, শো’র ব্যস্ততা সত্ত্বেও, রাহাত ফতেহ আলী খান শবনমের সঙ্গে সাক্ষাৎ করতে অত্যন্ত আগ্রহী ছিলেন। ‘পাকিস্তান অ্যাম্বাসী অব বাংলাদেশ’ আয়োজিত একটি বিশেষ ডিনারে শবনম উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানেই রাহাত ফতেহ আলী খান শবনমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উপস্থিত হন। ডিনারের শুরুতে রাহাত ফতেহ আলী খান আগেই উপস্থিত হয়ে ছিলেন এবং অনুষ্ঠানস্থলে উপস্থিত সব অতিথির সঙ্গে কুশল বিনিময় করছিলেন। কিন্তু যখনই তিনি জানতে পারেন যে শবনম অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন, তিনি তৎক্ষণাৎ তার কাছে চলে যান। এ সময় তিনি শবনমকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং দীর্ঘ সময় একসঙ্গে নানান বিষয়ে আলাপ-আলোচনা করেন। এটি ছিল একটি আবেগপূর্ণ মুহূর্ত, যেখানে দুই দেশের দুই মহারথী একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ছিলেন।

শবনম এই সাক্ষাৎ সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘আমি সর্বশেষ গত মার্চ মাসে পাকিস্তান গিয়েছিলাম এবং তখন রাহাত আমার সঙ্গে দেখা করেছিলেন। এবার ঢাকায় তার সঙ্গে দেখা হলো। তিনি আমাকে এতটা সম্মান দিয়েছেন, এতটা শ্রদ্ধা করেছেন, যা দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেছেন। রাহাত ফতেহ আলী খান নিজেও একজন বিশাল শিল্পী এবং শিল্পী হিসেবে অন্য শিল্পীর প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’ তিনি আরও যোগ করেন, ‘আমার দোয়া রাহাতের সঙ্গে রয়েছে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং তার সঙ্গীত জীবনের পথচলা যেন আরো সমৃদ্ধ হয়।’ এদিকে, রাহাত ফতেহ আলী খান অনুষ্ঠান শেষে শবনমের সঙ্গে একসঙ্গে ডিনার করেন এবং কিছু স্মৃতি ছবি তোলেন। এই মুহূর্তটি ছিল সত্যিই বিশেষ, কারণ দু’জন কিংবদন্তি শিল্পী একে অপরকে সম্মান জানিয়ে নিজেদের সম্পর্ককে আরও গভীর করেছেন। শবনমের চলচ্চিত্র ক্যারিয়ার দীর্ঘ সময় ধরে দর্শকদের মুগ্ধ করেছে, তবে বর্তমানে তিনি নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না। সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। যদিও অনেক পরিচালক তাকে নতুন চলচ্চিত্রের গল্প নিয়ে প্রস্তাব দিয়েছিলেন, তবে শবনম কোনো গল্পেই আগ্রহী হননি। কিন্তু তার অন্তরে এখনো চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে রয়েছে।
রাহাত ফতেহ আলী খানের সঙ্গে শবনমের সাক্ষাৎটি ছিল শিল্পী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ, যেখানে তারা একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন।


আরো সংবাদ



premium cement
বেরোবিতে ২০ লাখ টাকা অনুদান দিলো রূপালী ব্যাংক পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বাংলাদেশে পাচারের জন্য ভারতের ত্রিপুরায় গাজার চাষ শৈলকুপায় বাইকের ধাক্কায় নিহত ১ ঘিওরে অটোবাইকের চাপায় নিহত ১ বিএসএফ বাংলাদেশ থেকে ‘গুণ্ডাদের’ পশ্চিমবঙ্গে প্রবেশে সহায়তা করছে, অভিযোগ মমতার যোগ্যতার শর্ত পূরণ করেই ভাইবায় ডাক পেয়েছিলেন শিবির সভাপতি মোবারক প্রতিদিনের বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা রাবিতে 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা, কর্মবিরতির ডাক অফিসার্স সমিতির হীম ঠাণ্ডায় জুবুথুবু উত্তরাঞ্চল, গরম কাপড়ের জন্য হাহাকার রংপুরের বিপক্ষে দাঁড়াতেই পারলো না বরিশাল

সকল