০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

ঝলমল আয়োজনে ইটিভি-সিজেএফবি সম্মাননা অনুষ্ঠিত

-

ঢাকার একটি অভিজাত হোটেলে শনিবার রাতে এক উজ্জ্বল ও জাঁকজমকপূর্ণ অয়োজনে অনুষ্ঠিত হলো ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড, যেখানে সঙ্গীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতা ক্ষেত্রের বিশিষ্ট তারকা ও কলাকুশলীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামসহ অন্য গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিল্পী, সাংবাদিক ও কলাকুশলীদের সম্মাননা দিয়ে এই আয়োজনটি হয়ে ওঠে এক অনবদ্য উদযাপন। অনুষ্ঠানে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘একুশে টেলিভিশন সবসময় বাংলাদেশের কৃষ্টি-কালচার ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে । এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের গভীরভাবে স্মরণ করেন।’

একুশে টিভির ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম বলেন, ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার সত্যি সুন্দর আয়োজন, সবাই মিলে একসাথে কাজ করব। সঙ্গীত, সাংবাদিকতা ও চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননার পুরস্কার পেয়েছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন, অভিনয় শিল্পী জয়া আহসান ও সৈয়দ আলমগীর।
এক প্রতিক্রিয়ায় বেবী নাজনীন বলেন, ‘সিজেএফবি শিল্পীদের সঙ্গে সব থেকে বেশি সম্পৃক্ত।’
জয়া আহসান বলেন, ‘সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা সবসময় পেয়েছেন।’ এ সময় একুশে টেলিভিশন ও সিজেএফবি ধন্যবাদ জানান তিনি ।
বেস্ট শিল্পী (নারী) অ্যাওয়ার্ড পেয়েছেন নাজমুম মুনিরা ন্যান্সি। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে একটি কথা বলার জন্য সব ধরনের হেনস্তার সম্মুখীন হতে হয়েছে তাকে।’ বেস্ট শিল্পী (পুরুষ) অ্যাওয়ার্ড পেয়েছেন রিয়াদ এবং তানজিদ সরোয়ার। বেস্ট গীতি কবি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ ইকবাল।


আরো সংবাদ



premium cement
সাবেক এমপি কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের ইন্তেকাল সাবেক এমপি কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের ইন্তেকাল ফরিদপুরে আলতু খাঁন জুট মিলে বয়লার বিস্ফোরণ, আহত ৩ ওসমান ছিলেন বৈষম্যবিরোধী এবং মানবতা মুক্তির আলোকবর্তিকা তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার চিঠি বেরোবিতে ২০ লাখ টাকা অনুদান দিলো রূপালী ব্যাংক পাকিস্তানে সেনাবাহিনীর অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বাংলাদেশে পাচারের জন্য ভারতের ত্রিপুরায় গাজার চাষ শৈলকুপায় বাইকের ধাক্কায় নিহত ১ ঘিওরে অটোবাইকের চাপায় নিহত ১ বিএসএফ বাংলাদেশ থেকে ‘গুণ্ডাদের’ পশ্চিমবঙ্গে প্রবেশে সহায়তা করছে, অভিযোগ মমতার

সকল