দিঠির নিমন্ত্রণে একই মঞ্চে গাইলেন তারা
- বিনোদন প্রতিবেদক
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গানে গানে গেল বছরই ত্রিশ বছর পার করেছেন নন্দিত সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ার। সেই ছোট্টবেলায় বাবা গাজী মাজহারুল আনোয়ারের অনুপ্রেরণাতেই গানের ভুবনে তার যাত্রা শুরু। সেই থেকে আজ অবধি গানকে মনের ভেতর ভীষণভাবে লালন করেন তিনি। বাংলাদেশের গানের ভুবনের মানুষদের সঙ্গে দারুণ সখ্য তার। পাশাপাশি চলচ্চিত্র ও নাটক পরিবারের মানুষদের সঙ্গেও তার রয়েছে বেশ সখ্য। একজন দিঠি আনোয়ার একজন মানুষ হিসেবে নিজেকে যেমন সবদিক দিয়েই পরিপূর্ণ করে তুলেছেন, ঠিক তেমনি একজন শিল্পী হিসেবেও তিনি নিজেকে এখনো প্রতিনিয়ত নানানভাবে গড়ে তুলছেন। দিঠির ভাষ্যমতে, গানের ভুবনে চলার পথে শেখার কোনো শেষ নেই। রাজধানীর গুলশানে দিঠির বাসভবনের গার্ডেনে প্রতি বছরই ডিসেম্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দিঠির নিমন্ত্রণে তার পরিবারের সবাই’সহ বিভিন্ন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত হন। দিঠির প্রতি সবার আন্তরিক ভালোবাসার নিদর্শনস্বরূপ সেদিন সবার উপস্থিতিও হয়ে ওঠে চোখে পড়ার মতো। তেমনি গত ২৮ ডিসেম্বর রাতে দিঠির বাসভবনের গার্ডেনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব’সহ সংস্কৃতি অঙ্গন থেকে উপস্থিত ছিলেন খুরশীদ আলম, বাপ্পারাজ, রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, নাইম-শাবনাজ, রবি চৌধুরী, আগুন, শওকত আলী ইমন, পলাশ, দিঠির স্বামী আরিফ আহমেদ চৌধুরী, দিঠির মা জোহরা গাজী, দিঠির শ্বশুর সাবেক এমপি শফি আহমেদ চৌধুরী, দিঠির শ্বাশুড়ি লতিফা চৌধুরী, দিঠির বড় ভাই উপলসহ কবির বকুল, পিয়াল হাসান, বিপ্লব সাহা, শফিক তুহিন, মিমি আলাউদ্দিন, সম্রাট, কণা, কোনাল, রাশেদ, ইউসুফ, অপু আমান, মোমিন বিশ^াসসহ আরো অনেকে। অনুষ্ঠানে গল্প, আড্ডার পাশাপাশি ক্ষণে ক্ষণে চলে সঙ্গীত পরিবেশনাও। শিল্পীরা আগ্রহ নিয়েই এমন সুন্দর পরিবেশে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একসঙ্গে মঞ্চে ওঠেন দিঠি আনোয়ার, রিজিয়া পারভীন, মিমি আলাউদ্দিন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই শিল্পী কণা ও কোনাল। গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’ ও ‘একা একা কেন ভালো লাগে না’-রুনা লায়লার গাওয়া জনপ্রিয় এই দুটো গান পরিবেশন করার পাশাপাশি দিঠির শাশুড়ির অনুরোধে তারা ‘মাগো ভাবনা কেন’ গানটি পরিবেশন করেন। তাদের সবার এই পরিবেশনা গার্ডেনজুড়ে বসে থাকা অতিথিরা ভীষণ উচ্ছ্বাসের সাথে উপভোগ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা