০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

বিশেষ বিচারকের ভূমিকায় বুবলী

-

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। এই মুহূর্তে বুবলীর হাতেই সবচেয়ে বেশি সিনেমা রয়েছে। তিনি একের পর এক সিনেমাতে অভিনয় করছেন। শুধু সিনেমাতে অভিনয়ই নয় পাশাপাশি অন্যান্য কাজ নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন। বছরের শেষপ্রান্তে এসেও বুবলী ভীষণ ব্যস্ত। মো: নূরুজ্জামানের পরিচালনায় এনটিভিতে আগামী ৪ জানুয়ারি রাত ৯.৩০ মিনিট থেকে প্রচার শুরু হতে যাচ্ছে ‘মমতাজ সিক্রেট বিউটি এক্সপার্ট’। সারা দেশের ত্রিশজন বিউটি এক্সপার্টের মধ্যে এই প্রতিযোগিতা চলে। গ্র্যান্ড ফিনালেতে এসে মোট ছয়জন প্রতিযোগিতায় এসে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এই গ্র্যান্ড ফিনালেতেই বিশেষ বিচারক হিসেবে দর্শক দেখতে পাবেন চিত্রনায়িকা বুবলীকে। এরই মধ্যে গেলো ২৮ নভেম্বর রাজধানীর তেজগাঁওতে এনটিভি’র নিজস্ব স্টুডিওতে ‘সিক্রেট বিউটি এক্সপার্ট’র গ্র্যান্ড ফিনালে পর্বটির রেকর্ডিং সম্পন্ন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন প্রধান দুই বিচারক বিউটিশিয়ান কানিজ আলমাস খান ও কাজী কামরুল ইসলাম। হেয়ার স্টাইলিস্ট কাজী কামরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন সময়ের নন্দিত অভিনেত্রী, উপস্থাপিকা আইশা খান।

পরিচালক মো. নুরুজ্জামান বলেন, ‘সারা দেশের বিউটি এক্সপার্টদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা সত্যিই মুগ্ধ। সবাই যার যার অবস্থান থেকে নিজেদের সেরাটাই তুলে ধরার চেষ্টা করেছেন। এনটিভি আয়োজিত প্রথমবারের মতো এ ধরনের একটি প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিশেষ বিচারক হিসেবে উপস্থিত হয়ে বুবলী বলেন, ‘এ ধরনের একটি রিয়েলিটি শোতে বিশেষ বিচারক হিসেবে সম্পৃক্ত থাকাটাকে আমি ভীষণ সম্মানের হিসেবেই বিবেচনা করছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এনটিভি পরিবারের সবাইকেসহ মো: নুরুজ্জামান ভাইকে। আমি আরো সম্মানিত বোধ করেছি শ্রদ্ধেয় কানিজ আলমাস খান আপা ও কাজী কামরুল ইসলাম ভাইয়ের পাশে বসার সুযোগ পেয়ে। নারী পুরুষ এখন সবাই সৌন্দর্যের বিষয়ে বিশেষভাবে সচেতন। তো এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে সবার ভেতর যে উচ্ছ্বাস আমি দেখেছি তা আমাকে মুগ্ধ করেছে। সত্যি বলতে কী মানুষের ভেতরটা সুন্দর হলে তা তার মুখাবয়বেও ফুটে ওঠে। বিউটি এক্সপার্টরা সেই সৌন্দর্য নিজেদের আন্তরিকতা দিয়ে আরো বাড়িয়ে তোলেন। এনটিভি সবাইকে গ্রুমিং করে সবাইকে জাতীয়ভাবে যে স্বীকৃতি দেবার চেষ্টা করছে, এটা অনেক বড় বিষয়।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল