স্বপ্নের বাঁকে : শোবিজ তারকাদের প্রেম-বিচ্ছেদ ২০২৪
- সাকিবুল হাসান
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫১
২০২৪ সালে শোবিজ জগতের মঞ্চে একের পর এক রোমাঞ্চকর প্রেমের গল্প এবং দুঃখভারাক্রান্ত বিচ্ছেদের অধ্যায় রচিত হয়েছে। এই বছর তারকাদের জীবনের উত্থান-পতনের যাত্রা যেন একটি চলচ্চিত্রের গল্পের মতো, যেখানে প্রেমের মধুরতা আর বিচ্ছেদের বেদনাও একত্রে মিশে গেছে। কাব্যিক মোড়কে বিয়ের সানাইয়ের শব্দ ও বিচ্ছেদের শোকমাখা সুর শোনা গেছে শোবিজ দুনিয়ায়। কিছু সম্পর্ক পরিণতি পেয়েছে সুখী দাম্পত্যে, আবার কিছু সম্পর্ক শেষ হয়েছে দুঃখজনকভাবে।
এবার এক নজরে দেখে নিন ২০২৪ সালের শোবিজের সেই প্রেম ও বিচ্ছেদ, যা আলোচিত হয়ে উঠেছে মানুষের মনে।
বিয়ের খবর :
মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা : বছরের শুরুতেই ১২ জানুয়ারি, অভিনেত্রী মৌসুমী হামিদ বিয়ের পিঁড়িতে বসেন তার দীর্ঘদিনের বন্ধু আবু সাইয়িদ রানার সাথে। ১০ জানুয়ারি ছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান এবং পরদিনই শুরু হয় তাদের নতুন জীবনের যাত্রা।
ফারহান আহমেদ জোভান ও সাজিন আহমেদ নির্জনা : একই দিনে, ১২ জানুয়ারি, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান তার বিয়ের খবর প্রকাশ করেন। তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা একজন শিক্ষার্থী, যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের সম্পর্ক ছিল অনেক পুরোনো এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়।
নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান : ১৪ জানুয়ারি, অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান তাদের বিয়ের খবর জানান। তিন মাস আগে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আয়োজন হয়েছিল কিন্তু এবার তারা সবার সামনে তাদের সুখী সম্পর্কের ঘোষণা দেন।
মৌসুমী মৌ ও আরিফ বিল্লাহ : ২৩ জানুয়ারি, মৌসুমী মৌ তার বিয়ের খবর শেয়ার করেন কিন্তু এই সম্পর্কও স্থায়ী হয়নি। মাত্র ছয় মাস পরই তার স্বামী আরিফ বিল্লাহর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা দায়ের করেন এবং ১ জুন তাদের বিচ্ছেদের খবর প্রকাশ পায়।
স্পর্শিয়া ও সৈয়দ রিফাত নাওঈদ হোসেন : ১৪ ফেব্রুয়ারি, অভিনেত্রী স্পর্শিয়া তার স্বামী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন। তার স্বামী একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক এবং বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন।
সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত : ২১ জুন, টেলিভিশন অভিনেত্রী সালহা খানম নাদিয়া পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমান আরাফাত নামক এক অভিনেতাকে। তাদের বিয়ের খবর ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।
রুকাইয়া জাহান চমক ও আজমান নাসির : ১৭ জুন, রুকাইয়া জাহান চমক তার বিয়ে সম্পন্ন করেন আজমান নাসির নামক এক ব্যবসায়ী ও অভিনেতার সাথে। তাদের বিয়ের খবরও শোবিজে বেশ আলোচিত হয়।
তানজিকা আমিন ও সাইফ বাসুনিয়া : ৬ ডিসেম্বর, তানজিকা আমিন তার বিয়ে করেন সাইফ বাসুনিয়া নামক এক সিডনি প্রবাসীকে। তাদের পরিচয় হয়েছিল ২০১৮ সালে এবং বন্ধুত্বের পর বিয়েতে আবদ্ধ হন তারা।
বিচ্ছেদের খবর :
মাহিয়া মাহি ও রকিব সরকার : ১৬ ফেব্রুয়ারি, চিত্রনায়িকা মাহিয়া মাহি তার স্বামী রকিব সরকারের সাথে বিচ্ছেদের ঘোষণা দেন। ২০২১ সালে বিয়ে হওয়ার পর তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত আসে।
আরিফিন শুভ ও অর্পিতা : ২০ জুলাই, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ তার স্ত্রী অর্পিতার সাথে ৯ বছর পর বিচ্ছেদের ঘোষণা দেন। ২০১৫ সালে তারা বিয়ে করেছিলেন এবং এবার তারা দুজন সম্মত হয়ে নিজেদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের শোবিজের মঞ্চে প্রেম ও বিচ্ছেদের এই গল্পগুলো একদিকে যেমন তারকাদের ব্যক্তিগত জীবনের জটিলতা তুলে ধরেছে, তেমনি মানুষের হৃদয়ে নানা অনুভূতি সৃষ্টি করেছে। কেউ নতুন জীবন শুরু করেছেন, আবার কেউ পুরোনো সম্পর্কের পরিসমাপ্তি ঘটিয়েছেন। শোবিজের এই রূপান্তরগুলো কেবল তারকাদের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও এক ধরনের শিক্ষা ও প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। তাদের জীবনের এই ওঠা-নামা যেন এক সিনেমার গল্প, যেখানে সুখ এবং দুঃখ একসাথে চলে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা