২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার ওয়েব ফিল্মে সিনথিয়া

-

সিনথিয়া ইয়াসমিন, একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। কিছুদিন আগে একজন ব্যবসায়ী হিসেবেও তার জীবনের নতুন অধ্যায়ের যাত্রা শুরু হলো। সিনথিয়া ইয়াসমিন বহু নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। তবে এই সময়ে এসে গল্পের প্রতি চরিত্রের প্রতি আগের চেয়ে একটু সচেতন হওয়ায় মূল কথা চুজি হওয়ায় এখন নাটকে কম দেখা যাচ্ছে। তবে সিনথিয়া ইয়াসমিন জানালেন, এরই মধ্যে তিনি একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন। ওয়েব ফিল্মটির নাম ‘যাহা বলিব মিথ্যা বলিব’। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এই সিরিজের গল্প। সিনথিয়া জানান, এই ওয়েব ফিল্মে তিনি একটি আইটেম সংয়ে পারফর্ম্যান্স করেছেন। পাশাপাশি অতিথি চরিত্রে অভিনয়ও করেছেন। আইটেম সংটিতে পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত সিনথিয়া। সিনথিয়া বলেন, “রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমাতে নুসরাত ফারিয়া পারফর্ম করেছিলেন। ভেবে দেখলাম রায়হান রাফির কাজ সবসময়ই দর্শকপ্রিয় হয়, দর্শকের ভালোলাগে তার কাজগুলো। সেই বিবেচনায় আইটেম সংয়ে পারফর্ম করতে সম্মত হই। শুটিং শেষে আমার কাছে মনে হলো একটি দারুণ কাজ করেছি। আমি ভীষণ ভীষণ আশাবাদী এই আইটেম সংটি নিয়ে।

কারণ গানটি এক কথায় সময়োপযোগী একটি গান হয়েছে। আর আমি আমার সর্বোচ্চ মনোযোগ দিয়েই কাজটি করেছি। ধন্যবাদ রায়হান রাফিসহ তার পুরো টিমকে আমাকে সহযোগিতা করার জন্য। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগায় পরিণত হবে ‘যাহা বলিব মিথ্যা বলিব’-ওয়েব ফিল্মটি।” শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে এই ওয়েব ফিল্মটি প্রচার হবে। এতে আরো অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা প্রমুখ। এদিকে কিছুদিন আগেই রাজধানীর গুলশান-২ এর ৬১ নম্বর রোডে ‘জো জো চ্যাট হাউজ’ নামের একটি খাবারের রেস্টুরেন্ট চালু করেছেন। এরই মধ্যে খাবারের এই রেস্টুরেন্টটি অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছে। এই রেস্টুরেন্টের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- অন্যান্য সব খাবারের পাশাপাশি দুই ধরনের খিচুড়ি সবসময় পাওয়া যায়। সিনথিয়া সর্বশেষ সাব্বির জামানের ‘ও মেয়ে’ গানে মডেল হিসেবে কাজ করেছিলেন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছিলেন লতা আচার্য।

 


আরো সংবাদ



premium cement