০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

শিথিলকে বিয়ে করলেন গায়িকা লিলিন

-

সময়ের মেধাবী ও ব্যস্ততম ফটোগ্রাফার শিথিল রহমানকে বিয়ে করলেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লিলিন মুন। গত নভেম্বরের শেষপ্রান্তে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার গাওয়া ‘চিঠি কেন আসে না আর দেরি সহে না’ গানটি কাভার করে নতুন করে সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মধ্যে আলোচনায় আসেন লিলিন মুন। রুনা লায়লার জন্মদিন ছিল ১৭ নভেম্বর। সেদিনই মূলত গানটি রুনা লায়লাকে উৎসর্গ করে অনুপম মিউজিকের চ্যানেলে প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দিন দেরি করেই গানটি প্রকাশ হয়। এই গানটির পুনসঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গানটির মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শিথিল রহমান। শিথিল মূলত একজন মডেল ফটোগ্রাফার। বাংলাদেশের মিডিয়া অঙ্গনের শিল্পীদের নিয়েই তার মূল কাজ। যে কারণে শিল্পীদের সঙ্গ তার সখ্যও দারুণ। এভাবেই পথ চলতে চলতে একদিন পরিচয় হয় লিলিনের সাথে। পরিচয় থেকে পরিণয়, আর এরপর বিয়ে। যদিও বা বিয়ের ঘোষণায় এলেন তারা গতকাল।

কিন্তু মূলত ২০২৩ সালের ৫ মে লিলিনের বাবার অসুস্থতার কথা বিবেচনা করে ওই তারিখে তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। আজ-কাল করে করে অবশেষে তারা ঘোষণায় এলেন গতকাল। শিথিলের পারিবারিক নাম মো: তোফাজ্জল হোসেন। অন্যদিকে লিলিন মুনের সার্টিফিকেট অনুযায়ী নাম মুনিয়া হানিফ মুন। শিথিলকে বিয়ে করা প্রসঙ্গে লিলিন মুন বলেন, ‘পরিচয়ের শুরু থেকেই আমার প্রতি শিথিলের ভালোলাগা, আন্তরিকতা এবং সর্বোপরি আমার প্রতি তার কেয়ারিং আমার ভীষণ ভালোলাগে। এরপর থেকে আমরা দুজন দুজনকে বুঝতে শিখি, জানতে শিখি। একটা সময় অনুভব করতে পারি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তারও পরে এসে একসাথে জীবন চলার সিদ্ধান্তে অটল হই। আলহামদুলিল্লাহ, শিথিলকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই ভীষণ খুশি। আমি সুখীও বটে। সবার কাছে দোয়া চাই এই ভালো মনের মানুষটির সাথে যেন বাকিটা জীবন সুখে-দুঃখে কাটিয়ে দিতে পারি। দুনিয়ার কেউ আমাকে বুঝুক না বুঝুক, শিথিল আমাকে বুঝে- এটিই আমার আত্মার শান্তির বিষয়।’ শিথিল বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো লিলিনকে আমার আম্মার ভীষণ পছন্দ। অবশ্যই তাকে আমি ভালোবাসি। আল্লাহর অশেষ রহমতে তার মতো একজন মানুষ আমার স্ত্রী, এটিই আমার পরম পাওয়া। ভেবেছিলাম বড় আয়োজন করে সবাইকে জানাব।


আরো সংবাদ



premium cement