আরো প্রাপ্তির প্রত্যাশায় নতুন বছরের অপেক্ষায়
- বিনোদন প্রতিবেদক
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
তানিন সুবহা একাধারে একজন অভিনেত্রী, মডেল ও বিউটিশিয়ান। আজ থেকে এক দশকেরও বেশি সময় আগে মিডিয়াতে তার কাজ করা শুরু। প্রথম বিজ্ঞাপনে, তারপর একে একে নাটকে, সিনেমায় ও মিউজিক ভিডিওতে মডেলিং শুরু করেন। কেউ যখন মিডিয়াতে কাজ শুরু করেন, তখন আসলে নানান ধরনের মানুষ নানান ধরনের স্বপ্ন পূরণের প্রত্যাশা নিয়ে পাশে এসে দাঁড়ায়। কিন্তু কে যে সত্যিই স্বপ্ন পূরণ করতে মন দিয়ে নিঃস্বার্থভাবে পাশে থাকে তা বুঝে উঠতেই সময় চলে যায়। এভাবেও যেন অভিনয় জীবনের অনেকটা সময়ে কেটে গেলো তার মানুষ চিরতে চিনতে। কিন্তু পথচলার এই অতীত অভিজ্ঞতায় এই সময়ে এসে উপলব্ধিটা এমন হয়েছে তানিন সুবহার যে এখন আর ভুল হয় না, ঠিকঠাক কাজটাও তিনি করতে পারেন। তার জীবনের চার পাশে কারা খাঁটি মানুষ তা তিনি বুঝে গেছেন। তাই এখন হয়তো সার্কেলটা ছোট হয়ে গেছে। কিন্তু কাজে এখন তার মনোযোগ শতভাগ। নাটকেও অভিনয় করছেন তিনি। সিনেমাতেও অভিনয় করছেন। আর নিজের যে বিউটি পার্লার তাও যেন নিজের নির্দেশনায় ঠিকঠাক মতো পরিচালিত করতে পারছেন। তানিন সুবাহ বিভিন্ন সময়ে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ‘বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৬’, ‘মিডিয়া ডিজিট স্টার অ্যাওয়ার্ড ২০২২’, ‘এজেএফবি অ্যাওয়ার্ড’, ‘৯ মিজাফ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’, ‘এস আর মিউজিক স্টার অ্যাওয়ার্ড ২০২২’ ,‘ জেপি টিভি স্টার অ্যাওয়ার্ড’সহ আরো বেশকিছু সংগঠন থেকে নানান সময়ে সিনেমাতে ও নাটকে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এই সময়ে এসে তানিন গল্পের প্রতি মনোযোগী যেমন হয়ে উঠেছেন, গল্পে নিজের চরিত্র নিয়েও একটু ভাবেন। হোক তা নাটকে কিংবা সিনেমায়। যেমন এরই মধ্যে তানিন সুবহা সাদেক সিদ্দিকীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ অবলম্বনে নির্মাণ শুরু হতে যাওয়া ‘দেনা পাওনা’ সিনেমায়। এটি একটি সরকারি অনুদানের সিনেমা। আগামী বছরের মাঝামাঝি এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানানলেন তানিন সুবাহ। এই সিনেমায় তিনি যে চরিত্রে অভিনয় করবেন, সেই চরিত্রটি নিয়েও তিনি ভীষণ আশাবাদী। এই চরিত্রটিতে অভিনয়ের জন্যই এখন তিনি নিজেকে প্রস্তুত করছেন। তানিনের প্রত্যাশা- এই সিনেমাতে অভিনয় করে দর্শকের ভালোবাসাসহ তিনি রাষ্ট্রীয় সম্মাননাটাও যেন নিজের পুরস্কারপ্রাপ্তিতে যুক্ত করতে পারেন। তানিন বলেন,‘ আমার অভিনীত বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। বেশকিছু ভালো ভালো নাটকেও অভিনয় করেছি। দর্শকের ভালোবাসা যেমন পেয়েছি। কয়েকটি সিনেমাতে অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছি। দেনা পাওনা বিশ^ কবি রবীন্দ্র নাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। তাই প্রত্যাশা অনেক অনেক বেশি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা