০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

মালয়েশিয়ায় নিলয়-মাহি

-

সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও নন্দিত অভিনেত্রী সামিরা খান মাহি অভিনীত বেশকিছু নাটক দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন পরিচালকের নির্মিত নাটকে তাদের দু’জনের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। এর আগে পরিচালক মহিন খানের নির্দেশনায় ‘বিয়ে করব সিলেট’-এ নাটকে অভিনয় করেও দর্শকের ভালোবাসায় সমাদৃত হয়েছেন নিলয় মাহি। সেই ধারাবাহিকতায় এবার তারা দু’জন মহিন খানের পরিচালনায় মালয়েশিয়ায় আরো একটি নাটকের শুটিং করছেন। মহিন খানের রচনা ও পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের কাজ গতকাল ও তার আগের দিন মালয়েশিয়ার মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে। মহিন খান বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে যে সুজানার প্রেমের টানে সিরাজ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায়। সেখানে গিয়েই বিভিন্ন নাটকীয় মুহূর্তের মুখোমুখি হয় সুজানা ও সিরাজ। নাটকে দু’জনই দারুণ অভিনয় করেছেন।’ নিলয় আলমগীর বলেন,‘ মহিন একজন মেধাবী পরিচালক। মহিন জানে মহিন কী চায়। পরিচালকের এই বোধটা থাকাট ভীষণ জরুরি। মহিনের তা আছে বলেই তার কাজ অনেক ভালো হয়। আর মহিন দর্শকের ভালোলাগা মন্দ লাগা বেশ ভালো বুঝতে পারে। যে কারণে তার গল্প নির্বাচন কিংবা তার নিজের রচিত গল্পের সাথে দর্শকও নিজেদের রিলেট করতে পারেন। সবচেয়ে বড় কথা মহিন ভীষণ পরিশ্রমী একজন পরিচালক। তার প্রতিটি কাজে এত বেশি শ্রম দেয়, সাথে আমরাও তাকে সর্বাত্মক সহযোগিতা করি, যে কারণে তার কাজগুলো বেশ পরিপাটি গোছানো হয়। নাটক প্রচারে আসার পর দর্শক তা লুফে নেয়। সবচেয়ে বড় কথা মহিন তার নিজের কাজের ব্যাপারে প্রচ- আত্মবিশ^াসী। মালয়েশিয়ায় এসেও তার কাজের প্যাটার্ন দেখে আমি মুগ্ধ। সুজানা ও সিরাজের প্রেমের গল্পের এই নাটকটি আশা করছি ভালোলাগবে দর্শকের।’ সামিরা খান মাহি বলেন,‘ এর আগেও মহিন ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। বিয়ে করব সিলেট-নাটকে অভিনয়ের জন্য খুব সাড়া পেয়েছি। এই নাটকটিরও গল্প দারুণ। সবচেয়ে বড় কথা মহিন ভাই তার নির্মিত নাটকের মধ্য দিয়ে তারই একটা আলাদা দর্শক তৈরি করে ফেলতে সক্ষম হয়েছেন। যে কারণে তার নাটক প্রচারে এলেই দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলে। আমি সুজানা ও সিরাজের প্রেমের গল্পের এই নাটক নিয়ে খুব আশাবাদী।’ এ দিকে মাহি জানান আগামী ২৭ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।


আরো সংবাদ



premium cement