২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জন্মদিনে কক্সবাজারে আমিন খান

-

আজ বাংলাদেশের সিনেমার নন্দিত জনপ্রিয় নায়ক আমিন খানের। প্রতি বছরই আমিন খান তার জন্মদিন বিশেষভাবে উদযাপনের চেষ্টা করেন। কখনো সপরিবারে ঢাকায়, কখনো দেশের বাইরে সময় কাটান। তবে এবার তিনি সপরিবারে কক্সবাজারে জন্মদিন উদযাপন করবেন। অবশ্য তিনি অফিসিয়াল কাজে গেল ২১ ডিসেম্বর কক্সবাজার গেছেন। সেখানে কয়েকটি কনফারেন্সে অংশগ্রহণ করছেন। তার স্ত্রী ও দুই পুত্রসন্তান আজ জন্মদিন উপলক্ষে কক্সবাজারে যাবেন বলে জানালেন আমিন খান। জন্মদিন প্রসঙ্গে আমিন খান বলেন, ‘জন্মদিন এলে জীবন থেকে আরো একটি বছর পেরিয়ে যায়, নতুন আরো একটি বছরের যাত্রা শুরু হয়। দিন যাচ্ছে বয়স বাড়ছে। যখন ভাবি এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়তো একটু একটু করে কাছে চলে আসছে, তখন একটু মন খারাপ হয়। কিন্তু আমি সবসময় সময়টাকে উপভোগ করতেই ভালোবাসি।

যে কারণে সেটা বছরের যেকোনো উদযাপনের সময় হোক তা আমি উপভোগ করার চেষ্টা করি। হ্যাঁ, এবারের জন্মদিনে আব্বা আম্মাকে কাছে পাবো না, কিন্তু আমি জানি তারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার বাবা মায়ের আদরের স্বপন (আমিন খানের ডাকনাম)। আমি যেখানেই থাকি না কেন আমি বিশ্বাস করি আমার জন্য তারা সবসময়ই দোয়া করেন। তো এবারের জন্মদিন সপরিবারে কক্সবাজারেই কাটবে। নিজেদের মতো করেই জন্মদিন উদযাপন করব। দর্শক ভক্তদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাখেন।’ এ দিকে আমিন খান এরই মধ্যে ওয়ালটনেরই কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ সাড়া ফেলেছেন।

 


আরো সংবাদ



premium cement