বিটিভির ‘হীরক জয়ন্তী’তে গাইলেন তারা
- বিনোদন প্রতিবেদক
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠার ষাট বছর অর্থাৎ হীরক জয়ন্তী উপলক্ষে ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের একটি গান একসঙ্গে গাইলেন রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, হাসান চৌধুরী, আলম আরা মিনু, মুহিন খান, সাব্বির জামান ও স্বরলিপি। গানটি লিখেছেন ও সুর করেছেন নন্দিত গীতিকার, সুরকার মিল্টন খন্দকার। গানের শুরুটা এমন, ‘দুচোখ ছাড়াও তোমার চোখে দেখেছি জগতের সব, তোমার মাঝেই লাল সবুজের অস্তিত্বের অনুভব’। আগামীকাল ২৫ ডিসেম্বর বিটিভির প্রতিষ্ঠার ষাট বছর। এই দিন থেকেই বিটিভির পিলার সং হিসেবে ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গানটি প্রচার হবে। এবারই প্রথম বিটিভিকে নিয়ে এ ধরনের গানের সৃষ্টি হয়েছে; অর্থাৎ ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গান এবারই প্রথম হলো। তাই যারা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তারা নিশ্চয়ই ভাগ্যবান। গানটি প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, ‘বিটিভি আমাদের প্রাণের চ্যানেল। এই চ্যানেলের প্রতি রয়েছে আমাদের অন্য রকম ভালোলাগা, ভালোবাসা। রয়েছে আত্মার টান। তাই এই চ্যানেলে যখনই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখনই নিজের ভেতর ভীষণ ভালোলাগা কাজ করে। তো সেই প্রিয় চ্যানেলের প্রতিষ্ঠার ষাট বছরে একটি গান করা হয়েছে।
সেই গানে আমিও কণ্ঠ দিয়েছি সবার সঙ্গে। এটা সত্যিই অনেক ভালোলাগার বিষয়।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী, সুরকার মুহিন খান বলেন, ‘বিটিভির পথচলার ষাট বছরে এসে বাংলাদেশ টেলিভিশন শিরোনামে একটি গান হলো, এত দিন পরে হলেও এমন একটি গানের সৃষ্টি হওয়ায় ভীষণ ভালোলাগছে। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় মিল্টন খন্দকার ভাইকে এমন চমৎকার একটি গান লেখার জন্য ও সুর করার জন্য। আমরা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছি। আশা করছি সবারই ভালোলাগবে।’ সাব্বির জামান বলেন, বিটিভিতে বহুবার নানান ধরনের অনুষ্ঠানে গান গেয়েছি। কিন্তু এ ধরনের গান এবারই প্রথম গাইলাম। খুউব সুন্দর একটি গান হয়েছে। আমরা সবাই মিলে গানটিকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছি। স্বরলিপি বলেন, এই গানের উদ্যোক্তাকে আন্তরিক কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মিল্টন খন্দকার স্যারের প্রতি এমন চমৎকার একটি গান করার জন্য। সত্যিই এই প্রজন্মের শিল্পী হিসেবে এমন একটি গানের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমি গর্বিত। আশা করছি আমাদের সবার কণ্ঠে এই গান শ্রোতা দর্শকের ভালোলাগবে। মুহিন খান জানান, বছরজুড়েই গানটি বিটিভিতে ২৫ ডিসেম্বর থেকে নিয়মিত প্রচার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা