২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রিচির নতুন যাত্রা

রিচির নতুন যাত্রা -

বাংলাদেশের নন্দিত নাট্যাভিনেত্রী রিচি সোলায়মান এই সময়ে খুব বেছে বেছে নাটকে কাজ করছেন। মূলত তার দুই সন্তানকে সময় দিয়েই তার দিন পার হয়ে যায়। যে কারণে নাটকে অভিনয়ের জন্য তার আলাদাভাবে সময় বের করাটাও যেন এই সময়ে একটু কঠিন। কিন্তু তার পরেও গল্প এবং চরিত্র ভালো লাগলে রিচি সেই নাটকে অভিনয় করেন। তবে এরই মধ্যে তিনি তার জীবনের এক নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। তার ছোট ভাই ফাহিমের স্ত্রী সিনথিয়াকে সঙ্গে নিয়ে এবার রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি বিউটি সেলুনের যাত্রা শুরু করতে যাচ্ছেন। মূলত এই বিউটি সেলুনের প্ল্যানটা তার নিজের এবং সিনথিয়ার। বেশ কিছুদিন ধরেই এর সব ধরনের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন রিচি সোলায়মান। আজ সন্ধ্যায় ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’র যাত্রা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করে রিচি সোলায়মান বলেন, ‘আমরা উত্তরায় যারা বসবাস করি, দেখা যায় যে একটু বেটার সার্ভিসের জন্য গুলশান, বনানীতে যাই। কিন্তু মাঝে মাঝে এমনো মনে হয় যে, সবদিক দিয়ে বেস্ট এমন একটি বিউটি সেলুন যদি উত্তরায় থাকত তাহলে অনেক ভালো হতো। এমন ভাবনা থেকেই আসলে একটি সময় আমি নিজেই উদ্যোগী হয়ে উঠি যে, দেখি আমি কিছু করতে পারি কিনা। সিনথিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলে চূড়ান্ত হলো সবকিছু। একজন নারীর রূপচর্চা বিষয়ক যত ধরনের সার্ভিস প্রয়োজন হয় তার সবকিছু থাকবে আমাদের এই ইটারনাল বিউটি লাউঞ্জ-এ। বলা যেতে পারে একজন নারীর নিজেকে আরো আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে শতভাগ সার্ভিস নিয়ে পাশে থাকবে ইটারনাল বিউটি লাউঞ্জ। আশা করছি আমরা আমাদের সার্ভিস দিয়ে শুধু উত্তরাকেন্দ্রিক কাস্টমারই যে পাব এমনটি নয়, আশপাশের আরো অনেক স্থান থেকেও কাস্টমার পাবো। আমার বিশ^াস আমাদের বিউটি লাউঞ্জে এলে এর সার্ভিস পেলে কাস্টমার ভীষণ সন্তুষ্ট থাকবেন।’ রিচি জানান, আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তার প্রতিষ্ঠানটির আড়ম্বরপূর্ণ যাত্রা শুরু হবে। এদিকে রিচি জানান, আগামী কিছুদিনের মধ্যে আগামী ঈদের জন্যই ইমরাউল রাফাতের পরিচালনায় একটি নাটকের কাজ করবেন। যাতে রিচির সঙ্গে অভিনয় করবেন এই প্রজন্মের অভিনেত্রী তাসনিয়া ফারিন।


আরো সংবাদ



premium cement