২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকা চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে আজমেরী হক বাঁধন

ঢাকা চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে আজমেরী হক বাঁধন -

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের মাধ্যমে অভিনয়ে নতুন উচ্চতায় পৌঁছানো অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার নিজের দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে নাম লেখালেন। ২৩তম ঢাকা চলচ্চিত্র উৎসবের ‘নারী নির্মাতা’ বিভাগের অন্যতম বিচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।
১১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ৯ দিন। এ বছর এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। বাঁধনসহ আন্তর্জাতিক জুরি বোর্ডে থাকবেন লন্ডনপ্রবাসী বাংলাদেশী অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চিনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ। এ বিষয়ে বাঁধন জানান, ‘এটি আনন্দের ও সম্মানের বিষয়। আমি আগে দু’টি উৎসবে জুরি হিসেবে কাজ করেছি, তবে সেগুলো অনলাইনে ছিল। এবারই প্রথম সরাসরি ঢাকায় জুরি হিসেবে কাজ করতে পারব। এটি আমার জন্য বিশেষ অভিজ্ঞতা।’
বাঁধন সিনেমায় অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে পরিচিতি পান। এরপর, তিনি বিশ্বের নানা প্রান্তে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে থাকেন। তবে এবার, তিনি তার দেশে এসে ঢাকা চলচ্চিত্র উৎসবে সরাসরি জুরি হিসেবে উপস্থিত থাকবেন, যা তার জন্য একটি বিশেষ অর্জন।
এর আগে, বাঁধন অনলাইনে ব্রাসেলসের ‘আই অ্যাম টুমরো’ চলচ্চিত্র উৎসব এবং ভারতের ‘বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসব’-এ জুরি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার, তিনি সরাসরি ঢাকায় এসে জুরি হিসেবে কাজ করতে পারবেন। বাঁধন বলেন, ‘এটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। অন্য জুরিদের সাথে পরিচিত হওয়া এবং নতুন নতুন সিনেমা বিচার করা চ্যালেঞ্জিং, তবে এটি আনন্দেরও।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করা বাঁধনের জন্য অত্যন্ত সম্মানের একটি বিষয়। তার কথায়, ‘বড় উৎসবে অংশগ্রহণ করা আমার জন্য এক ধরনের স্বপ্ন বাস্তবায়ন। এই উৎসবে কাজ করতে পারা সত্যিই গর্বের।’ এ ছাড়াও, বাঁধন সম্প্রতি ‘গুটি’ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন, যা তার অভিনয় দক্ষতার আরো একটি বড় স্বীকৃতি।


আরো সংবাদ



premium cement