এক মাসেই তানিয়া বৃষ্টির নতুন ছয় নাটকের প্রচার
- বিনোদন প্রতিবেদক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের নাট্যাঙ্গনে এই সময়ের দর্শকপ্রিয় আলোচিত মুখ তানিয়া বৃষ্টি। বলা যায়, প্রতিনিয়তই নাটকের কাজ নিয়েই তাকে ব্যস্ত থাকতে হয়। এই সময়ের সেরা নাট্য নির্মাতাদের নাটকে অভিনয় করছেন তিনি। আবার প্রতিটি নাটকের গল্পেও থাকছে ভিন্নতা, থাকছে তানিয়া বৃষ্টির চরিত্রেও ভিন্নতা। সে সব চরিত্রে তানিয়া বৃষ্টির দুর্দান্ত অভিনয়ও দর্শককে মুগ্ধ করছে। গত এক মাসের মধ্যে তানিয়া বৃষ্টি অভিনতী পরপর পাঁচটি নতুন নাটক ইউটিউবে প্রচারে এসেছে। নাটকগুলো হলো- মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’ জুবায়ের ইবনে বকরের ‘আনিস সাহেব’ ও ‘পুতুলের ঘর’ ইশতিয়াক আহমেদের ‘ফিরে এসো অনিন্দিতা’ মিতুল খানের ‘মরতে মরতে বেঁচে গেলাম’ ও রিপন রহমানের ‘ব্রেকআপ বাবু’। এর মধ্যে সর্বশেষ প্রকাশিত নাটক মহিন খানের ‘বউ দোকানদার জামাই ক্যাশিয়ার’। দুই সপ্তাহেরও বেশি সময় আগে এই নাটকের শুটিং হয়েছে রাজধানীর অদূরে পুবাইলের একটি শুটিং বাড়িতে। এই নাটকটির রচয়িতাও মহিন খান। গেল ১৩ ডিসেম্বর নাটকটি গোল্লাছুট এন্টারটেইনম্যান্টে প্রকাশের পর এরই মধ্যে ১১ লক্ষাধিক ভিউয়ার্স নাটকটি উপভোগ করেছেন। অন্যান্য নাটকও দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছেন। একেকটি নাটকে তানিয়া বৃষ্টির একে রকমের চরিত্রে অনবদ্য উপস্থিতিই মূলত দর্শককে মুগ্ধ করছে।
তানিয়া বৃষ্টি এই সময়ে এসে নিজেকে অভিনয়ে এতটাই সিদ্ধহস্ত করে তুলেছেন যেন যেকোনো চরিত্রেই তিনি সহজে নিজেকে মানিয়া নিতে পারেন। নির্মাতারাও তার ওপর প্রবল আস্থা রাখেন। নাটক নির্মাণের ক্ষেত্রে পরিচালকদের সর্বোচ্চ সহযোগিতা করেন তানিয়া বৃষ্টি। যে কারণে তাকে নিয়ে কাজ করার ক্ষেত্রেও কেউ কখনো কোনো ধরনের ঝামেলাতেও পড়েননি। অভিনয়ে অন্তঃপ্রাণ, পরিচালকসহ পুরো ইউনিটকে সহযোগিতা করার শতভাগ মানসিকতা, কল টাইম অনুযায়ী সময়মতো শুটিং লোকেশনে আসা-সিনিয়র শিল্পীদের প্রতি পরম শ্রদ্ধাবোধ, জুনিয়রদের প্রতি আন্তরিক, নির্বিঘ্নে কাজেই মনোযোগী থাকা- সব মিলিয়েই তানিয়া বৃষ্টি সবার কাছেই ভীষণ প্রিয়। আর অভিনয়ের কারণে দর্শকের কাছেও হয়ে উঠেছেন ভীষণ প্রিয় এক অভিনেত্রীর নাম। নতুন এই ছয়টি নাটকে অভিনয় এবং নিজের আগামী দিনের কাজ প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘মহিন খানের সর্বশেষ নির্মিত নাটকটির জন্য প্রচারের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়াও অন্যান্য পাঁচটি নাটকের জন্যও বেশ ভালো সাড়া মিলছে। সত্যি বলতে কী, একেকটি নাটকের গল্প একেক রকম। যে কারণেই দর্শক ভিন্নতা পাচ্ছেন। প্রত্যেক পরিচালকের প্রতিই আমার আন্তরিক কৃতজ্ঞতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা