অভিনয়ে ফেরার আগ্রহ বিটিভির প্রিয় মুখ সেলিম মাহবুবের
- বিনোদন প্রতিবেদক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দীর্ঘ দুই যুগ আগে শেষ টিভি নাটকে অভিনয় করেছিলেন এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেতা সেলিম মাহবুব। রেজানুর রহমান পরিচালিত প্রয়াত আহমেদ রুবেলের সাথে সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর কোনো টিভি নাটকে তাকে দেখা যায়নি। তবে এই সময়ে এসে টিভি নাটকে অভিনয়ে ফেরার প্রবল ইচ্ছে তার। তার ভাষ্যমতে হয়তো আগের মতো অভিনয় করা হয়ে উঠবে না। কিন্তু ইচ্ছে তার ক্যামেরার সামনে দাঁড়ানোর। টিভি নাটকে অভিনয় না করলেও মঞ্চে এখনো সময় সুযোগ পেলে অভিনয় করেন সেলিম মাহবুব। ১৯৯১ সাল থেকে আজ অবধি তিনি মঞ্চদল থিয়েটার আর্ট ইউনিটর সাথে সম্পৃক্ত তিনি। একটি দলের সাথেই যুক্ত থেকেছেন আজীবন। এই দলের হয়ে ‘কোর্ট মার্শাল’, ‘আমেনা সুন্দরী’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। দলটির ভারপ্রাপ্ত দল প্রধান এখন সেলিম মাহবুব। সেলিম মাহবুব মূলত একজন গায়ক ছিলেন। ১৯৮৩ সালে তিনি বিটিভিতে গায়ক হিসেবে তালিকাভুক্ত হন। তবে একদিন প্রয়াত কিংবদন্তি নাট্যনির্দেশক, প্রযোজক আতিকুল হক চৌধুরী তাকে অভিনয় করার প্রস্তাব দিলে সেলিম মাহবুব অভিনয় করতে সম্মতি জানান।
পরবর্তীতে ফিরোজ মাহবুবের প্রযোজনায় প্রথম ‘হাসি কান্না’ নাটকে অভিনয় করেন। পরবর্তীতে আতিকুল হক চৌধুরীর ‘দেখে যেন মনে হয়’ নাটকে অভিনয় করে বেশ আলোচনায় চলে আসেন। এতে তার বিপরীতে ছিলেন টিসা। পরবর্তীতে ‘না কান্দে বুবু’, ‘ইলিশ’, ‘পতাকা’, ‘অতন্দ্র প্রহর’, ‘অতঃপর’, ‘অন্তহীন’সহ আরো বহু নাটকে অভিনয় করে তিনি অভিনেতা হিসেবে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিপাশা হায়াত, শমী কায়সার, আফসানা মিমি, মিতা নূর, বিজরী বরকত উল্লাহ, তমালিকাসহ আরো অনেকেই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন। সেলিম মাহবুব বর্তমানে ব্যবসার সাথে সম্পৃক্ত। তিনি বিকেএমইএর একজন পরিচালক। তার বড় ছেলে শাকিফও তার সাথে ব্যবসায়ই দেখাশোনা করছেন। একমাত্র মেয়ে তিয়াত দেশের বাইরে আছেন পড়াশোনায় ব্যস্ত। ছোট ছেলে সামিন পড়াশোনায় ব্যস্ত। সেলিম মাহবুবের বেশ কয়েকটি গানেরও অ্যালবাম ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা