অভিনয়ে গায়িকা সুজানা রুপা
- বিনোদন প্রতিবেদক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সুজানা রুপা, একজন সঙ্গীতশিল্পী হিসেবেই পরিচিত। তার বাবা মো: আনোয়ার হোসেন ও মা লায়লা কানিজ। রূপার চাচা আশরাফ বাবু এ দেশের একজন প্রখ্যাত গীতিকার, সুরকার। রুপা অনায়াসে স্বীকার করেন তার সঙ্গীত জীবনে তার চাচা আশরাফ বাবুর অবদান অনেক। তার প্রকাশিত পঞ্চাশেরও বেশি রয়েছে মৌলিক গান। সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। তবে গানের পাশাপাশি এখন থেকে তিনি অভিনয়ও করবেন। অনেকটা শখ থেকেই নাটকে অভিনয় করা তার। আজ রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি শুটিং হাউজে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার-পরিচালক নিয়াজ মাহবুবের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন রুপা। রুপার গানে হাতেখড়ি তার নিজ পরিবারের কাছেই। তখন তিনি খুলনায় থাকতেন। ১৪ নভেম্বর জন্ম নেয়া রুপা গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এর আগে খুলনা সরকারি কলেজে পড়াশোনা করেছেন। খুলনার ওস্তাদ কালিপদ দাস এবং পরবর্তীতে উৎপল কর্মকারের কাছে তালিম নিয়ে গানেই তিনি নিজেকে যথাযথভাবে গড়ে তোলেন। ঢাকায় এসে তিনি তালিম নিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী বশির আহমেদের কাছে। তার প্রকাশিত প্রথম মৌলিক গান ছিল আশরাফ বাবুর কথা ও সুরে ‘যদি তুমি বলো’। এরপর তার কণ্ঠে আরো বহু গান প্রকাশিত হয়েছে।
সুজানা রুপা বলেন, ‘আমি আমার নিজের মৌলিক গান দিয়েই শ্রোতা দর্শকের মধ্যে বেঁচে থাকতে চাই। কারণ নিজের গান ছাড়া শিল্পী হিসেবে নিজের কোনো অস্তিত্ব থাকে না। তাই আমার চেষ্টা থাকে ভালো কথার ও সুরের মৌলিক গান প্রকাশের। আর আমার সঙ্গীত জীবনে আমার চাচা আশরাফ বাবুর অবদান অপরসীম। তিনি সাহস এবং অনুপ্রেরণা দেন বলেই গান করতে গানের ভুবনে এগিয়ে যেতে পারি। পরিচালক নিয়াজ মাহবুব ভাইয়ের নাটকে অভিনয় করছি। মূলত নাটকের চরিত্রটি বেশ মজার বলেই আমি করছি। চরিত্রটিতে কাজ করার প্রস্তাব পেয়ে মনে হলো যে, এতে অভিনয় করা যায়। নিজের শখও পূরণ হলো। তবে আগামীতে আরো ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেলে নিয়মিত অভিনয় করার ইচ্ছে রয়েছে।’ সুজানা রুপা নিয়মিত স্টেজ শো করছেন। খুলনার হদিস পার্কে তিনি প্রথম স্টেজ শোতে গান করেন। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’ গানটি তিনি প্রথম স্টেজ শোতে গেয়েছিলেন। সুজানা রুপার প্রিয় শিল্পী শাহনাজ রহমত উল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, বশির আহমেদসহ আরো বেশ কয়েকজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা