পড়শির গানের ভুবন
- বিনোদন প্রতিবেদক
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঘুরে বেড়াতে আমার ভালো লাগে। প্রকৃতি যেন সবসময়ই আমাকে ডাকতে থাকে। এ জন্যই তো মনের মধ্যে ইচ্ছা, যদি পুরো পৃথিবীটা ঘুরে বেড়াতে পারতাম! মাঝে মধ্যে ইচ্ছা করে হারিয়ে যাই শহর ছেড়ে দূরে কোথাও। কিন্তু সেই সুযোগ কমই মেলে। অনেক সময় গান করতে গিয়ে অনেক সুন্দর সুন্দর দেশে যাওয়া হয়। গত নভেম্বরের শেষের দিকে গিয়েছিলাম সৌদি আরবের রিয়াদে। প্রথম সব কিছু তুলনাহীন। এ কারণে এবারের সৌদি সফরটা আমার জীবনে বেশ আনন্দদায়ক ছিল। কয়েক দিন ছিলাম সেখানে। সৌদির আল রিয়াদ পার্কে প্রবাসীদের আমন্ত্রণে জমজমাট একটি কনসার্টে অংশ নিয়েছিলাম। সেখানে শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি তা ভোলার নয়। কনসার্ট শেষে রিয়াদের কিছু দর্শনীয় জায়গায় ঘুরেছি। মুসলিম স্থাপত্যের অনন্য অনেক নিদর্শন দেখার সুযোগ হয়েছে। কোথাও গেলে সেখানকার দর্শনীয় স্থান সম্পর্কে জানার চেষ্টা করি। আগ্রহ থাকে সেগুলো দেখার। এর আগে গিয়েছিলাম মালয়েশিয়া ও থাইল্যান্ডে। মালয়েশিয়ার কামেরুন হাইল্যান্ডসের মসি ফরেস্টের মায়াবী পরিবেশে সবুজের মধ্যে হারিয়ে যাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম। এখানে ভ্রমণ করতে গেলে সবসময় রেইন কোট সাথে রাখতে হয়। প্রায় সারা দিনই মেঘের খেলা চলে। সাথে থাকে বৃষ্টি। এবার থাইল্যান্ড প্রসঙ্গে আসা যাক। ভ্রমণপিপাসুরা বিভিন্ন দর্শনীয় স্থানের তথ্য জানতে গেলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে দেশটি। এশিয়া মহাদেশের পর্যটকদের জন্য শুধু নয়, বিশ্বব্যাপী পর্যটকদের কাছে থাইল্যান্ড ভ্রমণে অন্যতম পছন্দের দেশ। থাইল্যান্ডে বালুর বুকে পায়ের ছাপ যে কতবার পড়েছে তার হিসাব রাখা কঠিন। গুনে নেয়ার সুযোগও দেয়নি নোনাজলের ঢেউ। খালি পায়ে কতটা হেঁটেছি, সেই চিহ্নও মুছে দিয়েছে উত্তাল সাগর। গর্জন তুলে ছুটে আসা তার ঢেউগুলো পাড়ে আছড়ে পড়া নিমেষেই নিস্তেজ হয়ে যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা