১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘নয়া মানুষ’-এ নয়া স্মরণ...

-

নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন মঞ্চ, টিভি ও সিনেমার অনবদ্য অভিনেতা স্মরণ সাহা। স্মরণ সাহা মঞ্চের জন্যই নিবেদিত একজন প্রাণ। পাশাপাশি টিভি নাটকে এবং সিনেমাতেও অভিনয় করেন তিনি। মঞ্চে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আবার নাটকে এবং সিনেমাতেও অভিনয় করে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। এরই মধ্যে গত শুক্রবার মুক্তি পেল স্মরণ অভিনীত সোহেল রানা বয়াতি পরিচালিত নতুন সিনেমা ‘নয়া মানুষ’। এই সিনেমায় একেবারেই ব্যতিক্রম একটি চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা। বলা যায় ‘নয়া মানুষ’-এ দর্শক নয়া এক স্মরণকে দেখেছেন দর্শক। তার অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেছেন দর্শক। দিনে দিনে স্মরণ একজন জাত অভিনেতা হয়ে উঠছেন। নিজেকে চ্যালেঞ্জিং চরিত্রে দেখতেই ভালোবাসেন তিনি। যে কারণে স্মরণ সাহা ভিন্ন ধরনের গল্পের খোঁজে যেমন থাকেন ঠিক তেমনি ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রের প্রতিই তার মনোযোগ। স্মরণ সাহা বলেন, ‘নয়া মানুষের পরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য। আমি চেষ্টা করেছি শতভাগ চরিত্রটি ফুটিয়ে তুলতে। সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাওয়ার পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আমি সিনেমাতে আগামীতে এমন চ্যালেঞ্জিং চরিত্রেই কাজ করতে চাই। একজন সত্যিকারের অভিনেতা হতে চাই। অভিনয় অঙ্গনের অনেকেই অনুপ্রেরণা দেন, উৎসাহ পাই। ভীষণ ভালোবাসি অভিনয় শিল্পকে। যে কারণে একজন অভিনেতা হওয়ার নেশাতেই বুঁদ হয়ে আছি।

 


আরো সংবাদ



premium cement