১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অভিনয়কে ঘিরেই সোহানা শারমীনের স্বপ্ন

-

সোহানা শারমীন, একাধারে একজন মঞ্চ ও টিভি অভিনেত্রী। ২০০৭ সাল থেকে তিনি মঞ্চে ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। মঞ্চদল ‘নাট্যচক্র’-এর হয়ে তিনি অভিনয় করেছেন ‘ভদ্দরনোক’-এ। ‘সাইকেল ওয়ালা’ নাটকের নেপথ্যে ছিলেন তিনি। এ ছাড়া দলের আরো আনুষঙ্গিক কাজেও সম্পৃক্ত থাকতেন তিনি। অর্থাৎ দলের জন্য একজন নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতেন, এখনো আছেন এই দলেরই সাথে। দলের সবার কাছেই ভীষণ প্রিয় সোহানা শারমীন। টিভিতে প্রথম খণ্ড নাটকে অভিনয় করেন তিনি ফাল্গুনী হামিদেরই পরিচালনায়। পরবর্তীতে অনিমেষ আইচের খণ্ডনাটক ‘ব্ল্যাক বুক’-এ অভিনয় করে প্রশংসিত হন তিনি। অভিনয় জীবনের পথচলায় তিনি সুমন আনোয়ার, সকাল আহমেদ, অনিমেষ আইচ, অঞ্জন আইচ, অরণ্য আনোয়ার, মাতিয়া বানু শুকু, দেবাশীষ বড়ুয়া দীপ, মঈন খান রূপী, মহিন খান, জাকিউল ইসলাম রিপনসহ আরো অনেক পরিচালকের নির্দেশনায় নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন একজন অভিনেত্রী হিসেবে। গোপালগঞ্জের মেয়ে সোহানা শারমীনের স্বপ্ন অভিনয়কে ঘিরেই। কাজ করতে চান চ্যালেঞ্জিং চরিত্রে। নিজেকে অভিনয়ে একজন জাত অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান তিনি।

সেই স্বপ্ন নিয়েই এখনো অভিনয় করে যাচ্ছেন তিনি। বেশ কয়েক বছর আগে সোহানা পিএ কাজলের পরিচালনায় ‘চোখের দেখা’ সিনেমায় অভিনয় করেছিলেন। এটি ছিল তার প্রথম সিনেমা। পরবর্তীতে গত বছর মুক্তি পাওয়া রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘ইতিচিত্রা’ চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হন সোহানা শারমীন। সোহানা বলেন, ‘অভিনয় জীবনের চলার পথে অনেকেই সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। অভিনয়ে এখনো আমার স্বপ্ন পূরণ হয়নি। একজন ভালো অভিনেত্রী হতে চাই। সেজন্য নিয়মিত কষ্ট করে যাচ্ছি, ঢাকা-ঢাকার বাইরে দূর-দূরান্তে ভালো ভালো গল্পগুলোতে কাজ করার চেষ্টা করছি। পরিচালক, সহশিল্পীদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাই। তবে অভিনয়ের বাইরেও আমার একটি স্বপ্ন আছে। আর তা হলো- আমি খুব ভালো চা বানাতে পারি। তাই একদিন একটি মনোরম পরিবেশে চমৎকার আয়োজনে চায়ের দোকান দিতে চাই। যেখানে শিল্পমনা মানুষসহ অন্যান্য শ্রেণীর মানুষ এসেও তাদের কোয়ালিটি টাইম পার করবেন।’ সোহানার বাবা আবুল কালাম (২০০৮ সালের ১৮ এপ্রিল মারা যান) ও মা ফিরোজা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি মেজ। তার জন্মদিন ১৮ জুলাই।


আরো সংবাদ



premium cement