১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রকাশ পেল সোহেল মেহেদীর নতুন গান

-

সোহেল মেহেদী, বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। স্টেজ মৌসুমের এই সময়টিতে তিনি বেশ ভালো সময় পার করছেন। কয়েক দিন আগেই তিনি কক্সবাজারে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। এ ছাড়া এরই মধ্যে ঢাকার কয়েকটি ক্লাবসহ আরো কয়েকটি স্থানে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। সামনে তো নিয়মিত স্টেজ শো রয়েছেই। নিজের ব্যস্ততা নিয়ে বেশ সন্তুষ্ট সোহেল মেহেদী। এরই মধ্যে সোহেল মেহেদীর কণ্ঠে ‘কোথায় আছো ময়না’ শিরোনামে আরো একটি নতুন গানও প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন মো: তকবির হোসাইন, সুর সঙ্গীত করেছেন আল আমিন খান। এ ছাড়া তারও কয়েক দিন আগে প্রকাশিত হয়েছে আরো একটি নতুন গান ‘পূর্ণ হলো মনের কলসি’ গানটি। গানের কথা লিখেছেন শিব শঙ্কর রবি দাস, সুর সঙ্গীত করেছেন আল আমিন খান। এ ছাড়া তারেক রহমানকে নিয়ে সোহেল মেহেদী একটি গান গেয়েছেন। গানটি হলো ‘বীরের বেশে আসবে ফিরে তারেক রহমান’। গানটি লিখেছেন রেজাউল কবির, সুর সঙ্গীত করেছেন ফিরোজ প্লাবন কিবরিয়া। নিজের ব্যস্ততা ও নতুন প্রকাশিত গান প্রসঙ্গে সোহেল মেহেদী বলেন, স্টেজ শোর এই মৌসুমে আলহামদুলিল্লাহ বেশ ব্যস্ত আছি। এরই মধ্যে টানা বেশ কয়েকটি স্টেজ শোতে অংশ নিয়েছি। গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করার চেষ্টা করেছি।

শ্রোতা দর্শকের মধ্যে আমার সঙ্গীত পরিবেশনা নিয়ে যে উন্মাদনা, যে ভালোলাগা দেখি তা আমাকে আবেগাপ্লুত করে। শ্রোতা দর্শকের প্রতি সবসময়ই আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর প্রকাশিত নতুন দু’টি মৌলিক গান ‘কোথায় আছো ময়না’ এবং ‘পূর্ণ হলো মনের কলসি’ শ্রোতা দর্শকের ভালো লাগায় নিজেরও বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস যত দিন যত যাবে, এই গানগুলোর প্রতি সবার ভালো লাগা বাড়বে।’ কিছু দিন আগে সোহেল মেহেদী টাঙ্গাইলের মধুপুরেও গিয়েছিলেন স্টেজ শোতে পারফর্ম করতে। তার সহশিল্পী ছিলেন আয়েশা মৌসুমী। এরই মধ্যে সোহেল মেহেদী রক মেলোডি ঘরানার নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘আরো কাছে চাই’। কথা ও সুর হাবিব সিরাজী বাব্বুর। সোহেলে মেহেদীর কণ্ঠে সাম্প্রতিক সময়ে প্রকাশিত আলোচিত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘সজনী তুমি যাও চলে’,‘ তোর লাগি’, ‘কেউ তো ছিল’, ‘ভালোবাসি বলব তোকে’, ‘কৃষ্ণচূড়া’, ‘বলা হলো না’, ‘পাগলী’, ‘বারে বারে মনে পড়ে তারে’ ইত্যাদি।


আরো সংবাদ



premium cement