১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইমরান-পড়শীর ‘কথা একটাই’

-

অবশেষে বছরের শেষপ্রান্তে এসে আজ প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এ সময়ের অন্যতম আলোচিত গায়ক ইমরান মাহমুদুল ও জনপ্রিয় গায়িকা পড়শীর নতুন দ্বৈত গান ‘কথা একটাই’। আজ বিকেলে পড়শীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘পড়শী’তে গানটি প্রকাশ পাবে। ইমরান ও পড়শীর বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ‘জনম জনম’, ‘এক দেখায়’, ‘দ্বিতীয় জীবন’, ‘আবদার’, ‘বলে দাও’, ‘যতনে রেখেছি তোমায়’, ‘হৃদয়ের গহীনে’ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা দু’জন আবারো নতুন একটি গানে যখন কণ্ঠ দেন তখন থেকেই এই গানকে ঘিরে ভক্ত শ্রোতাদের মধ্যে প্রতীক্ষার প্রহর শুরু হয়ে যায়। আর সেই প্রতীক্ষাই শেষ হতে যাচ্ছে আজ। ‘কথা একটাই’ গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। গেল ১ ও ২ নভেম্বর ঢাকার অদূরে পানাম সিটি, বিএফডিসি এবং রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন প্রজন্মের মেধাবী নির্মাতা সৈকত রেজা। বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র ধারণ করেছেন শিথিল রহমান। এর আগে রবিউল ইসলাম জীবনের লেখায় ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’, ‘আবদার’ ও ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমায় ‘বলে যাও’ গানগুলো একসঙ্গে গেয়েছিলেন ইমরান পড়শী। একই গীতিকারের এটি পঞ্চম গান। গানটি নিয়ে পুরো টিমই ভীষণ আশাবাদী। আশাবাদী ইমরান পড়শী দু’জনই। ইমরান মাহমুদুল বলেন, ‘পড়শীর সঙ্গে বেছে বেছে গান গেয়েছি; যে কারণে প্রতিটি গানই দর্শক শ্রোতার ভীষণ ভালো লেগেছে। আমার ও পড়শীর গানের প্রতি শ্রোতা দর্শকের আলাদা আগ্রহ আছে, চাহিদা আছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা একটি সিনেমাটিক গান করেছি, যার শিরোনাম কথা একটাই। এই গানটি জীবন ভাইয়েরই লেখা। জীবন ভাইয়েরই লেখা জনম জনম গান আমরা দু’জন একসঙ্গে করি। যে গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তো আমার ও পড়শীর নতুন গান করার জন্য বেশ রিকুয়েস্ট আসে। শ্রোতা দর্শকের কথা ভেবেই এ গানটি করা। আজ প্রকাশ পাচ্ছে গানটি, সবার কাছে বিনীত অনুরোধ রইল গানটি মন দিয়ে শোনার জন্য। আশা করছি সবার ভালোলাগবে।’ পড়শী বলেন,‘ ইমরান ভাই ও আমি যতগুলো গান গেয়েছি বলা যায় প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কথা একটাই- নতুন প্রত্যাশা নিয়ে করা। দেখা যাচ্ছে যে জীবন মামা, ইমরান ভাই আর আমি- আমরা এই তিনজন যে গানগুলো করেছি প্রতিটি গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তো মনে হচ্ছে যে এবারো আমাদের তিনজনের নতুন গান শ্রোতা দর্শকের ভালো লাগবে। কথা একটাই যেন বছর শেষে সবার প্রিয় গান হয়ে উঠে এই প্রত্যাশায় আছি।’


আরো সংবাদ



premium cement