১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৌদি আরবে কাজ করতে চান স্কুইড গেম তারকা

-

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা পার্ক সঙ্গ-হুন। যিনি নেটফ্লিক্সের বিশাল হিট সিরিজ স্কুইড গেম-এ চরিত্র ‘চো সাং-উ’ হিসেবে পরিচিত, সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। এই উৎসবে তিনি সৌদি আরবের চলচ্চিত্র শিল্প ও সংস্কৃতি সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে সৌদি আরবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
পার্ক সঙ্গ-হুন বলেন, ‘আমি সৌদি আরবের চলচ্চিত্র উৎসব এবং এখানকার সাংস্কৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি। সৌদি আরবের সিনেমা শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এখানে কাজ করার সুযোগ পেলে আমি তা নিয়ে খুবই উৎসাহী হবো।’ তিনি আরো বলেন, ‘আমি সৌদি আরবের দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য ও স্থাপত্য দেখে অত্যন্ত মুগ্ধ। গত রাতে আমি ভাবছিলাম, এসব অসাধারণ দৃশ্যে স্ক্রিনে কাজ করা কতটা চমৎকার হবে!’
এ ছাড়া তিনি সৌদি আরবে কোরিয়ান কনটেন্টের প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘কোরিয়া সবসময় ভালো মানের সিনেমা এবং ড্রামা তৈরি করতে চেষ্টা করে, কারণ আমাদের উদ্দেশ্য হলো মানুষের জীবনে সুখ ও স্বস্তি আনা, বিশেষ করে কঠিন সময়গুলোয়। প্রযুক্তির উন্নতির কারণে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কোরিয়ান সিনেমা ও ড্রামাকে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।’
পার্ক সঙ্গ-হুন সৌদি আরবের অতিথিপরায়ণতা এবং উৎসবের উৎসাহের ব্যাপারে বলেছেন, ‘এখানে এসে আমরা খুবই উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, এবং এ অভিজ্ঞতা আমাদের আরো উৎসাহিত করেছে। আমি আশা করি ভবিষ্যতে সৌদি আরব ও কোরিয়ার মধ্যে চলচ্চিত্র শিল্পে আরো বেশি সহযোগিতা হবে।’
এটি পার্ক সঙ্গ-হুনের সৌদি আরব সফরের প্রথমবার এবং তিনি জানান, ভবিষ্যতে আরো বেশি সৌদি আরব সফরের পরিকল্পনা তিনি করবেন। তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরব ও কোরিয়া চলচ্চিত্রের মধ্যে সহযোগিতা আরো গভীর হবে, এবং তিনি ভবিষ্যতে এখানে আবারো আসবেন। এ সাক্ষাৎকারটি পার্ক সঙ্গ-হুনের জন্য কেবল একটি সৌদি সফর নয়, বরং তিনি যে ধরনের আন্তর্জাতিক সহযোগিতার আশাবাদী তা পরিষ্কারভাবে তুলে ধরেছে।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল