সৌদি আরবে কাজ করতে চান স্কুইড গেম তারকা
- বিনোদন প্রতিবেদক
- ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা পার্ক সঙ্গ-হুন। যিনি নেটফ্লিক্সের বিশাল হিট সিরিজ স্কুইড গেম-এ চরিত্র ‘চো সাং-উ’ হিসেবে পরিচিত, সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। এই উৎসবে তিনি সৌদি আরবের চলচ্চিত্র শিল্প ও সংস্কৃতি সম্পর্কে তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে সৌদি আরবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
পার্ক সঙ্গ-হুন বলেন, ‘আমি সৌদি আরবের চলচ্চিত্র উৎসব এবং এখানকার সাংস্কৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি। সৌদি আরবের সিনেমা শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এখানে কাজ করার সুযোগ পেলে আমি তা নিয়ে খুবই উৎসাহী হবো।’ তিনি আরো বলেন, ‘আমি সৌদি আরবের দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য ও স্থাপত্য দেখে অত্যন্ত মুগ্ধ। গত রাতে আমি ভাবছিলাম, এসব অসাধারণ দৃশ্যে স্ক্রিনে কাজ করা কতটা চমৎকার হবে!’
এ ছাড়া তিনি সৌদি আরবে কোরিয়ান কনটেন্টের প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘কোরিয়া সবসময় ভালো মানের সিনেমা এবং ড্রামা তৈরি করতে চেষ্টা করে, কারণ আমাদের উদ্দেশ্য হলো মানুষের জীবনে সুখ ও স্বস্তি আনা, বিশেষ করে কঠিন সময়গুলোয়। প্রযুক্তির উন্নতির কারণে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কোরিয়ান সিনেমা ও ড্রামাকে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।’
পার্ক সঙ্গ-হুন সৌদি আরবের অতিথিপরায়ণতা এবং উৎসবের উৎসাহের ব্যাপারে বলেছেন, ‘এখানে এসে আমরা খুবই উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, এবং এ অভিজ্ঞতা আমাদের আরো উৎসাহিত করেছে। আমি আশা করি ভবিষ্যতে সৌদি আরব ও কোরিয়ার মধ্যে চলচ্চিত্র শিল্পে আরো বেশি সহযোগিতা হবে।’
এটি পার্ক সঙ্গ-হুনের সৌদি আরব সফরের প্রথমবার এবং তিনি জানান, ভবিষ্যতে আরো বেশি সৌদি আরব সফরের পরিকল্পনা তিনি করবেন। তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরব ও কোরিয়া চলচ্চিত্রের মধ্যে সহযোগিতা আরো গভীর হবে, এবং তিনি ভবিষ্যতে এখানে আবারো আসবেন। এ সাক্ষাৎকারটি পার্ক সঙ্গ-হুনের জন্য কেবল একটি সৌদি সফর নয়, বরং তিনি যে ধরনের আন্তর্জাতিক সহযোগিতার আশাবাদী তা পরিষ্কারভাবে তুলে ধরেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা