১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

স্টেজ শোতেই দুর্দান্ত ব্যস্ত তাসনিম আনিকা

স্টেজ শোতেই দুর্দান্ত ব্যস্ত তাসনিম আনিকা -

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের অন্যতম আলোচিত গায়িকা তাসনিম আনিকা। বাংলা ভাষায় গান গাওয়ার পাশাপাশি তিনি ইংরেজি, হিন্দি, আরবি ভাষাতেও গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাসনিম আনিকার মিষ্টি কণ্ঠ, গানে গানে স্টেজ শোতে তার অসাধারণ পারফরম্যান্স ও কয়েকটি ভাষায় গান করার পারদর্শিতার কারণে অনেক শিল্পীর চেয়ে স্টেজ শোতে তার রয়েছে প্রবল চাহিদা। যেখানে স্টেজ শোর এই মৌসুমে কিছু কিছু শিল্পীর হাতে অল্প সংখ্যক স্টেজ শো রয়েছে, আবার কিছু কিছু শিল্পীর হাতে স্টেজ শো অনেকটা নেইও বলা চলে, সেখানে তাসনিম আনিকা দুর্দান্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টেজ শোতে। তার ভাষ্যমতে- গত নভেম্বরের পুরোটাই তিনি স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। শুধু কক্সবাজারেই তিনি পাঁচটি শো করেছেন। আবার ঢাকাতে তো ছিলই। অন্যদিকে, চলতি মাসে স্টেজ শোর দিনগুলো ছাড়াও অন্যান্য দিনেও স্টেজ শো নিয়ে রয়েছে তার ব্যস্ততা। আগামী বছরের জানুয়ারি মাসের জন্যও কয়েকটি স্টেজ শো ইতোমধ্যে চূড়ান্ত হয়ে আছে। আনিকার বিশ^াস, আগামী কয়েক দিনের মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে স্টেজ শোর সংখ্যা আরো বাড়বে। আনিকা জানান, এখন যখন যেখানে যাচ্ছেন সেখানেই তাকে তার মৌলিক দুটো গান ‘পরাণ বন্ধু’ ও ‘পালাবি কোথায়’ স্টেজ শোতে গাইতেই হয়। এই দু’টি গান একজন সঙ্গীতশিল্পী হিসেবে তাসনিম আনিকাকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক অন্যরকম অবস্থানে এনে দিয়েছে। কয়েক বছরের আগের আনিকার চেয়ে বর্তমান সময়ের আনিকা একজন সঙ্গীতশিল্পী হিসেবে অনেকটাই পরিপূর্ণ। নিজের পেশাগত ব্যস্ততা প্রসঙ্গে তাসনিম আনিকা বলেন, ‘আমি চারটি ভাষায় গান গাই।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল