০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

গানে গানে এক যুগ পেরিয়ে মিথিলা

ছবি : তালহা মোস্তফা -

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা। ২০১২ সালে এয়ারটেল সিমের জিঙ্গেলে ভয়েজ দিয়ে মিডিয়াতে তার পেশাগতভাবে যাত্রা শুরু। তার প্রথম প্রকাশিত মৌলিক গান ছিল ‘কোনো দিন পাবো না তার মন’। এ গানটি ২০১৩ সালে একটি মিক্সড অ্যালবামে প্রকাশিত হয়েছিল। আর তার প্রথম একক অ্যালবাম ‘মন রে’ প্রকাশিত হয়েছিল লেজার ভিশন থেকে। এই অ্যালবামের এফ এ সুমন ও তানজিন মিথিলার গাওয়া ‘মন রে’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন তানজিন মিথিলা। বলা যায়, এ গানটিই মিথিলার সঙ্গীত জীবনের অন্যতম জনপ্রিয় গান। এরপর তার কণ্ঠে প্রকাশ পায় ‘আধো আধো’ গানটি। এই গানটিও মিথিলারই লেখা ও সুর করা গান। এ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। ২০১৮ সালে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় গানটি মনোনীত হয়েছিল। পরবর্তীতে মিথিলা ও রাজীবের কণ্ঠে প্রকাশ পায় ‘আজ আকাশে’, মিথিলা ও কাজী শুভর কণ্ঠে ‘প্রশ্ন’, মিথিলা ও অয়ন চাকলাদারের কণ্ঠে ‘দিওয়ানা’ গানগুলো প্রকাশ পায়। এসব গানও শ্রোতা দর্শকের ভালোলাগায় পরিণত হয়। এরপর তার কণ্ঠে আরো একক গান ‘ছুঁয়ে দিলে হাত’, ‘আদরে আদরে তোকে চাই’, ‘ঘুম ঘুম রাত মা’ প্রকাশিত হয়। এ ছাড়াও আরো বেশ কিছু মিক্সড অ্যালবামে তার গান প্রকাশিত হয়। বলা যায়, দীর্ঘ ১২ বছর অর্থাৎ এক যুগের সঙ্গীত জীবনে মৌলিক গান প্রকাশেই তার মনোযোগ ছিল বেশি। দেশে-দেশের বাইরে অনেক স্টেজশোও করেছেন মিথিলা। এরই মধ্যে এক সপ্তাহ আগেই ঢাকার রাওয়া ক্লাবে একটি স্টেজশোতে সঙ্গীত পরিবেশন করেছেন মিথিলা। তার সাথে একই শোতে আরো সঙ্গীত পরিবেশন করেন বেলী আফরোজসহ আরো কয়েকজন সঙ্গীতশিল্পী। এরই মধ্যে বিটিভির ‘শেকড়ের গান’ অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেছেন মিথিলা। এ দিকে আজ মিথিলার জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল রাতেই তিনি তার গ্রামের বাড়ি নেত্রকোনায় চলে গেছেন। সেখানে পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবেন। তবে নেত্রকোনা যাওয়ার আগে ঢাকাতেও তিনি তার খুব কাছের প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটিয়ে গেছেন। কেটেছেন জন্মদিনের কেক। মিথিলা বলেন, ‘ দেখতে দেখতে এক পলকেই যেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একটি যুগ পেরিয়ে গেল। চলার পথে কিছু ভুলভ্রান্তি তো ছিলই। তবে প্রাপ্তি অনেক বেশি। শ্রোতা দর্শকের ভালোবাসা পেয়েছি। গুণী শিল্পী সুরকারদের সান্নিধ্যে এসেছি, গানকে আরো বোঝার চেষ্টা করেছি। নিজেকে গানে গানে সমৃদ্ধ করার চেষ্টা করছি প্রতিনিয়ত। গানের ভুবনে যাদের সহযোগিতা পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।’


আরো সংবাদ



premium cement