ডিজে রাহাতের উদ্যোগে পুরনো গান নতুন করে
- বিনোদন প্রতিবেদক
- ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ডিজেইং জগতে প্রখ্যাত এক নাম ডিজে রাহাত। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ও বাংলাদেশের বাইরে তিনি ডিজেইং করে যাচ্ছেন বেশ সুনামের সাথে। এমনকি তার ডিজেইং শিক্ষাপ্রতিষ্ঠান ‘গ্যারেজ’ থেকেও ডিজে সনিকা, ডিজে ওয়াহিদ, ডিজে মেহেদীসহ আরো অনেকেই শিক্ষা লাভ করে নিজেদেরকে পেশাদার ডিজে হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার ডিজেইংয়ের পাশাপাশি ডিজে রাহাত ভিন্ন ধরনের এক উদ্যোগ নিয়েছেন। আর তা হলো বাংলাদেশের প্রচলিত জনপ্রিয় ৩০টিরও বেশি ফোক গান আগামীতে যেকোনো ডিজে পার্টিতে উপস্থাপনের জন্য বা বাজানোর জন্য ড্যান্স ফরমেটে করছেন। মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছেন ডিজে রাহাত। আর নতুন করে প্রচলিত জনপ্রিয় এই গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন শফি মণ্ডল, ডলি সায়ন্তনী, পিন্টু ঘোষ, পারভেজ, আনিকা, শুভ, মিলন, ইমরান, অবন্তী সিঁথি, শিরীন, কর্ণিয়া, কামরুজ্জামান রাব্বি, সাদিয়া লিজাসহ আরো অনেকে। গত ২ ডিসেম্বর থেকে রাজধানীর কাওরানবাজারে অবস্থিত বিএফডিসিতে ডিজে রাহাতের উদ্যোগে গানগুলোর ভিডিও ধারনের কাজ চলছে। ডিজে রাহাত জানান, আগামী বছরের শুরু থেকে ৩০টিরও বেশি ফোক গানসহ নতুন ১০টি মৌলিক গান ২০২৫ সালজুড়ে ডিজে রাহাতের ইউটিউব চ্যানেল ‘ডিজে রাহাত’-এ প্রকাশ পাবে। নিজের উদ্যোগে ড্যান্স ফরমেটে পুরোনো গান নতুন করে করা প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘যেহেতু আমার পেশাই ডিজেইং করা এবং আমার কাজই হলো একজন ডিজে হিসেবে মানুষকে নাচানো তাই আমি এমন কিছু জনপ্রিয় ফোক গান ড্যান্স ফরমেটে করছি নতুন করে যে গানগুলো বিভিন্ন ডিজে পার্টিতে আমি বা অন্যরা হিন্দি ইংরেজি গানের পাশাপাশি আমাদের গানগুলোও বাজাতে পারবে। কারণ আমি দেখেছি যে, বিভিন্ন ডিজে পার্টিতে হিন্দি ইংরেজির পর বাংলা কোনো গান বাজানো যায় না। কারণ আমরা পুরনো জনপ্রিয় যেসব গান শুনি, সেসব গান ডিজে পার্টিতে পরিবেশনের উপযোগী নয়। এখনকার জেনারেশন যে সাউন্ড পছন্দ করে, সেই সাউন্ডে যেন শুনতে পারে এবং চাইলে যেন নাচতেও পারে এমন ভাবনা থেকেই শিল্পীদেরকে দিয়ে ড্যান্স ফরমেটে নতুন করে গানগুলো করছি। আগামীতে ১০-১৫টি হিন্দি ইংরেজি গানের পাশাপাশি যেন ১০টা বাংলা গানও যেন বাজে- এটিই আমার লক্ষ্য।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা