০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এসডি রুবেলের সিনেমায় গাইলেন কোনাল

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসডি রুবেল ও কোনাল আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন। তবে সেই গানটি প্রকাশ পেয়েছে চলতি বছরের শুরুতে। গানের শিরোনাম ‘তুমি শরতের মেঘ’। গানটি লিখেছিলেন কৃষ্ণ দাস। সুর সঙ্গীত করেছিলেন এসডি রুবেল। বহু বছর পর এবার এসডি রুবেলের সিনেমায় প্লে-ব্যাক করেছেন কোনাল। আগামী ৫ ডিসেম্বর থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুরু হতে যাচ্ছে এসডি রুবেলের পরিচালনায় সরকারি অনুদানে ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার শুটিং। এই সিনেমারই টাইটেল সং ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। তার সহশিল্পী এসডি রুবেল। এরই মধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। কোনালের গায়কী প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘কোনাল ভালো গায় এটা আমি জানি। যদিওবা বহু বছর আগে তার সঙ্গে একটি দ্বৈত গান করেছিলাম। সেটা নানান কারণে প্রকাশ করতে অনেক দেরি হয়ে যায়। আর এরই মধ্যে কোনাল একজন গায়িকা হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি অবস্থানও সৃষ্টি করে নিয়েছে। বিশেষত প্রিয়তমা গানটি তার কণ্ঠে দারুণ জনপ্রিয়তা পায়। তবে এমন জনপ্রিয় গান শ্রোতা দর্শককে উপহার দেবার পরেও তার আচরণে কিন্তু একটুও পরিবর্তন দেখিনি। ভীষণ বিনয়ী, নম্র, ভদ্র একজন শিল্পী কোনাল। আমার সিনেমার টাইটেল সং নীল আকাশে পাখি উড়ে- গানটিও দারুণ গেয়েছে। গানটি গাইবার আগে ঠিকঠাক মতো গানটি তুলে নিয়েছে। ভীষণ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে। আমি মুগ্ধ। কোনালের কারণেই গানটি নিয়ে আমি বেশি আশাবাদী। তার সঙ্গে সহশিল্পী হিসেবে আমি আছি।’ গানটি লিখেছেন ও সুর করেছেন এসডি রুবেল নিজেই। তিনি নিজেই এতে নায়কের ভূমিকায় থাকছেন বলে জানালেন। অর্থাৎ সিনেমার নায়কও তিনি, গায়কও তিনি, পরিচালকও তিনি। যে কারণে আগের পরিচালিত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’-এর চেয়ে একটু বেশি মনোযোগ তার এই সিনেমাটিকে ঘিরে। এই সিনেমার গানগুলো ভালো হচ্ছে। এর আগে গেয়েছেন অনুপমা মুক্তি। আর এবার গাইলেন কোনাল।

 


আরো সংবাদ



premium cement
আগরতলার বাংলাদেশ হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত : পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক অবাধ-সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহায়তা দিতে চায় জাতিসঙ্ঘ আজাদি আজাদি স্লোগানে উত্তাল ঢাবি মৌলভীবাজারে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২ বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত : চরমোনাই পীর বড় স্কোর না করাটা মানসিক সমস্যা : তানজিদ তামিম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম মেরিন অ্যাকাডেমির মান ভালো বলেই বিদেশীদের আগ্রহ : উপদেষ্টা সাখাওয়াত মাওলানা সা’দের উপস্থিতি ও জোড় ইজতেমার দাবিতে স্মারকলিপি

সকল