০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

এসডি রুবেলের সিনেমায় গাইলেন কোনাল

-

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসডি রুবেল ও কোনাল আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছিলেন। তবে সেই গানটি প্রকাশ পেয়েছে চলতি বছরের শুরুতে। গানের শিরোনাম ‘তুমি শরতের মেঘ’। গানটি লিখেছিলেন কৃষ্ণ দাস। সুর সঙ্গীত করেছিলেন এসডি রুবেল। বহু বছর পর এবার এসডি রুবেলের সিনেমায় প্লে-ব্যাক করেছেন কোনাল। আগামী ৫ ডিসেম্বর থেকে বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুরু হতে যাচ্ছে এসডি রুবেলের পরিচালনায় সরকারি অনুদানে ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার শুটিং। এই সিনেমারই টাইটেল সং ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। তার সহশিল্পী এসডি রুবেল। এরই মধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। কোনালের গায়কী প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘কোনাল ভালো গায় এটা আমি জানি। যদিওবা বহু বছর আগে তার সঙ্গে একটি দ্বৈত গান করেছিলাম। সেটা নানান কারণে প্রকাশ করতে অনেক দেরি হয়ে যায়। আর এরই মধ্যে কোনাল একজন গায়িকা হিসেবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে নিজের আলাদা একটি অবস্থানও সৃষ্টি করে নিয়েছে। বিশেষত প্রিয়তমা গানটি তার কণ্ঠে দারুণ জনপ্রিয়তা পায়। তবে এমন জনপ্রিয় গান শ্রোতা দর্শককে উপহার দেবার পরেও তার আচরণে কিন্তু একটুও পরিবর্তন দেখিনি। ভীষণ বিনয়ী, নম্র, ভদ্র একজন শিল্পী কোনাল। আমার সিনেমার টাইটেল সং নীল আকাশে পাখি উড়ে- গানটিও দারুণ গেয়েছে। গানটি গাইবার আগে ঠিকঠাক মতো গানটি তুলে নিয়েছে। ভীষণ আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে। আমি মুগ্ধ। কোনালের কারণেই গানটি নিয়ে আমি বেশি আশাবাদী। তার সঙ্গে সহশিল্পী হিসেবে আমি আছি।’ গানটি লিখেছেন ও সুর করেছেন এসডি রুবেল নিজেই। তিনি নিজেই এতে নায়কের ভূমিকায় থাকছেন বলে জানালেন। অর্থাৎ সিনেমার নায়কও তিনি, গায়কও তিনি, পরিচালকও তিনি। যে কারণে আগের পরিচালিত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’-এর চেয়ে একটু বেশি মনোযোগ তার এই সিনেমাটিকে ঘিরে। এই সিনেমার গানগুলো ভালো হচ্ছে। এর আগে গেয়েছেন অনুপমা মুক্তি। আর এবার গাইলেন কোনাল।

 


আরো সংবাদ



premium cement
মুক্তিযুদ্ধ চূড়ান্ত অধ্যায়ে রূপ নেয় সারা দেশে গুম খুনে জড়িতদের বিরুদ্ধে মামলা করছে বিএনপি ভারতের শোষণমূলক কর্মসংস্কৃতিতে বিপর্যস্ত মধ্যবিত্ত পাঠ্যবইয়ের আগেই বাজারে আসছে নিষিদ্ধ নোট গাইড ২ মাসের মধ্যে ভোটার তালিকার খসড়া চূড়ান্ত হবে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ২০ কোটি মানুষ প্রস্তুত : হেফাজতে ইসলাম ঘোষণাতেই চট্টগ্রাম বন্দরে ২০ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক প্রকল্পে ব্যয় বাড়ানো হয় ৮০০ কোটি টাকা পার্বত্য চুক্তির পুন-মূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি মুয়াজ্জিনসহ ৬ জন নিহত আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার নিন্দা বিভিন্ন সংগঠনের

সকল