০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আবারো বিজ্ঞাপনে উর্বী

-

এই প্রজন্মের প্রিয় মুখ মডেল অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যে কারণে এখন পর্যন্ত উর্বী পঁচিশটিরও বেশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। এরই মধ্যে উর্বী গতকাল বিএফডিসিতে নতুন আরো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশিক ইমাম। বিজ্ঞাপনটিতে উর্বীর সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ। উর্বীর প্রথম বিজ্ঞাপন ছিল আবরার আতাহারের নির্দেশনায় বাংলা লিংকের বিজ্ঞাপন। এরপর থেকে আজ অবধি যতগুলো বিজ্ঞাপনে তিনি মডেল হিসেবে কাজ করেছেন বলা যায় প্রতিটি বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি বেশ সাড়া পেয়েছেন। নাটকে অভিনয়ের চেয়েও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশি সাড়া পান বিধায় তিনি বিজ্ঞাপনে কাজ করতেই বেশি ভালোবাসেন। উর্বী বলেন, ‘আমার বিজ্ঞাপনে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ কম সময় লাগে, বিজ্ঞাপনে জামা কাপড় খুব স্পেশাল হয়। কারণ একজন কস্টিউম ডিজাইনার থাকেন। লুকটাও ডিফরেন্ট হয়। ভীষণ যত্ন নিয়ে সতর্কতার সঙ্গে কাজটা করা হয়। যে কারণে সবমিলিয়ে বিজ্ঞাপনে কাজ করতেই আমার বেশি ভালো লাগে।

বার্জারের নতুন এই বিজ্ঞাপনটির গল্পটা অন্যরকম। সহশিল্পী হিসেবে আছেন ইরফান সাজ্জাদ ভাই। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ শিগগিরই আরশ খানের সঙ্গে ইমরাউল রাফাতের পরিচালনায় আরো একটি নতুন নাটক প্রচারে আসবে। এরই মধ্যে আরশ খানের সঙ্গে দুটি নাটক প্রকাশিত হয়েছে ইউটিউবে। দুটি নাটক নির্মাণ করেছেন রাকেশ বসু ও মেহেদী হাসান জনি। এ ছাড়া সামনে আরো নতুন কিছু কাজ করতে যাচ্ছেন। মেহেদী হাসান জনি পরিচালিত ‘কিছু বলবে কী’ নাটকটি সর্বশেষ প্রকাশিত নাটক। এতে উর্বী ও আরশ খানের অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। উর্বী অভিনীত আলোচিত নাটকের মধ্যে অন্যতম ‘বুক পকেটের গল্প’। রাকেশ বসু পরিচালিত ‘প্রেমে ডুবি’ নাটকটিও এরই মধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। দেশের প্রখ্যাত একটি সংবাদপত্রে কর্মরত একজনই হতে যাচ্ছেন উর্বীর জীবনসঙ্গী। চলতি মাসের শেষপ্রান্তেই তিনি বিয়ে করতে যাচ্ছেন বলে জানালেন।

 


আরো সংবাদ



premium cement
আগরতলার বাংলাদেশ হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত : পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক অবাধ-সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহায়তা দিতে চায় জাতিসঙ্ঘ আজাদি আজাদি স্লোগানে উত্তাল ঢাবি মৌলভীবাজারে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২ বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত : চরমোনাই পীর বড় স্কোর না করাটা মানসিক সমস্যা : তানজিদ তামিম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম মেরিন অ্যাকাডেমির মান ভালো বলেই বিদেশীদের আগ্রহ : উপদেষ্টা সাখাওয়াত মাওলানা সা’দের উপস্থিতি ও জোড় ইজতেমার দাবিতে স্মারকলিপি

সকল