০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুবীর নন্দীর গান গেয়ে প্রশংসিত তরিক মৃধা

সুবীর নন্দীর গান গেয়ে প্রশংসিত তরিক মৃধা -

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক বিস্ময়কর কণ্ঠের গায়ক তরিক মৃধা। ২০১৭ সালে চ্যানেল আই আয়োজিত ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যদিয়ে পেশাগতভাবে তার যাত্রা শুরু। কিন্তু বিগত সাত বছরে এই বিস্ময়কর কণ্ঠকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন তেমন কোনো কাজে লাগাতে পারেনি। তবে তরিক মৃধার বিশ^াস, একদিন তিনি গানে গানে বিশ^ জয় করবেন। সেই স্বপ্নকে বুকে লালন করেই এগিয়ে চলেছেন তিনি। এরই মধ্যে তরিক মৃধা তার অন্যতম প্রিয় শিল্পী বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর গান গেয়ে ভীষণ প্রশংসা কুড়িয়েছেন। গেল ৩০ নভেম্বর ছিল সুবীর নন্দীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে ‘এনিগমা’ টিভিতে আয়োজন করা হয় ‘কিংবদন্তির কথা’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানেই সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়ে তরিক মৃধা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠানে তরিক মৃধা সুবীর নন্দীর গাওয়া ‘আমার এ দুটি চোখ পাথরতো নয়’, ‘কতো যে তোমাকে বেসেছি ভালো’,‘ কেন ভালোবাসা হারিয়ে যায়’,‘ পাহাড়ের কান্না দেখে’ গানগুলো পরিবেশন করেন। প্রতিটি গানই অনবদ্য ছিল তরিক মৃধার পরিবেশনায়। মূল শিল্পীর মতো করে গাওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু অনেকটাই চেষ্টা করেছেন তরিক মৃধা যতটা ভালোভাবে গানগুলো পরিবেশন করা যায়। আর গান পরিবেশনের সময় শেখ সাদী খান তরিকের কণ্ঠের ভীষণ প্রশংসা করেন। তাতেই অনেকটা অনুপ্রাণিত হন তরিক মৃধা। তরিক মৃধা বলেন,‘ এনিগমা টিভির প্রতি এবং এর সিইও ফাহমিদুল ইসলাম ভাইয়ার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। কারণ আমার এই আয়োজনেই আমি আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় শিল্পী সুবীর স্যারকে গানে গানে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়েছি। এটা সত্যি যে সুবীর স্যার, নিয়াম মোহাম্মদ চৌধুরী স্যার, কুমার বিশ^জিৎ স্যারের গান সবসময়ই আমার ভীষণ ভালোলাগে এবং তাদের গান আমার ওপর দারুণভাবে প্রভাব বিস্তার করে। আমার সঙ্গীত জীবনের এগিয়ে যাবার ক্ষেত্রে আমি তাদের আদর্শ মানি। তারাই আমার গানের অনুপ্রেরণা। তো সুবীর স্যারের গান গাওয়ার পর শ্রদ্ধেয় শেখ সাদী স্যার আমাকে যে অনুপ্রেরণা দিলেন আরো ভালোভাবে গান করার উৎসাহ বেড়ে গেল।’


আরো সংবাদ



premium cement
চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের স্বাধীন সত্তা স্ববিরোধিতায় আবদ্ধ আবরার ফাহাদ র‌্যাগিংয়ের কারণে খুন! ইসকন বটিকায় সর্বনাশা চক্রান্ত আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকতে হবে

সকল