০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথমবার একসাথে বৃষ্টি, শামীম, সামান্তা

প্রথমবার একসাথে বৃষ্টি, শামীম, সামান্তা -

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে (কবির) অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নাট্যনির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। তার প্রধান সহশিল্পী ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সহীদ উন নবী মূলত নাটক নির্মাণেই বেশি ব্যস্ত থাকেন। এবার তিনি এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘মুসিবত আনলিমিটেড’। নাটকটি রচনা করেছেন মশিউর রহমান। সহীদ উন নবী জানান এই ধারাবাহিকের তিনটি বা দু’টি পর্বে একটি পর্বের গল্প শেষ হবে। ঠিক তেমনি শুরুর পর্বটির নাম ‘ডিসকো বুয়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী, ন্যাচারাল অ্যাক্টিং-এর জন্য যিনি বেশ সুখ্যাতি পেয়েছেন সেই জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর এই পর্বে ভাই আর বোনের চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার এবং তরুণ আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ। এরই মধ্যে রাজধানীর উত্তরার ‘দোলনচাপা’ শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান ‘ দোলনচাপা’র সার্বিক তত্ত্বাবধায়ক উত্তম। কমেডি ঘরানার এই নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে প্রবল বিশ^াস সহীদ উন নবীর। নবী বলেন,‘ ডিসকো বুয়া চরিত্রে তানিয়া বৃষ্টি কী যে দারুণ পারফর্ম করেছে তা নাটকটি প্রচারের পর দর্শক অনুভব করতে পারবেন। বৃষ্টি এমনিতেই ভীষণ ভালো অভিনয় করে। আর এই চরিত্রটি যেন শতভাগ ফুটিয়ে তুলেছে। শামীম সামান্তাও চমৎকার অভিনয় করেছে।’ তানিয়া বৃষ্টি বলেন,‘ এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই ডিসকো বুয়ার চরিত্রেটি একেবারেই আলাদা। তার চাল চলন, কথাবার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ-সবমিলিয়ে চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আমি পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী আমি কাজটি নিয়ে।’ শামীম বলেন,‘ বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে উঠে। সামান্তার অভিনয়ে আরো ভালো করার চেষ্টা দুর্দান্ত। নবী ভাইয়ের এই নাটকটি দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ^াস।’ সামান্তা বলেন,‘ বৃষ্টি আপু, শামীম ভাইকে আমার পরিবারেরই মনে করি। তাদের সাথে একসাথে প্রথম কাজটা মনে রাখার মতোই হয়েছে। চমৎকার গল্পে ভীষণ ভালোলাগার একটা কাজ। পুরোটা সময়ই আসলে শুটিং করতে করতে ভীষণ উপভোগ করেছি। নবী ভাইকে আন্তরিক ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে সবার কষ্ট সার্থক হবে।’


আরো সংবাদ



premium cement
সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা হিন্দু মঞ্চের! সিদ্ধিরগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চুক্তির পুনমূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের স্বাধীন সত্তা স্ববিরোধিতায় আবদ্ধ আবরার ফাহাদ র‌্যাগিংয়ের কারণে খুন!

সকল