০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথমবার একসাথে বৃষ্টি, শামীম, সামান্তা

প্রথমবার একসাথে বৃষ্টি, শামীম, সামান্তা -

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে (কবির) অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নাট্যনির্মাতা ও অভিনেতা সহীদ উন নবী। তার প্রধান সহশিল্পী ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। সহীদ উন নবী মূলত নাটক নির্মাণেই বেশি ব্যস্ত থাকেন। এবার তিনি এটিএন বাংলায় প্রচারের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘মুসিবত আনলিমিটেড’। নাটকটি রচনা করেছেন মশিউর রহমান। সহীদ উন নবী জানান এই ধারাবাহিকের তিনটি বা দু’টি পর্বে একটি পর্বের গল্প শেষ হবে। ঠিক তেমনি শুরুর পর্বটির নাম ‘ডিসকো বুয়া’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের আলোচিত অভিনেত্রী, ন্যাচারাল অ্যাক্টিং-এর জন্য যিনি বেশ সুখ্যাতি পেয়েছেন সেই জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর এই পর্বে ভাই আর বোনের চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার এবং তরুণ আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ। এরই মধ্যে রাজধানীর উত্তরার ‘দোলনচাপা’ শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান ‘ দোলনচাপা’র সার্বিক তত্ত্বাবধায়ক উত্তম। কমেডি ঘরানার এই নাটক দর্শকের মধ্যে সাড়া ফেলবে বলে প্রবল বিশ^াস সহীদ উন নবীর। নবী বলেন,‘ ডিসকো বুয়া চরিত্রে তানিয়া বৃষ্টি কী যে দারুণ পারফর্ম করেছে তা নাটকটি প্রচারের পর দর্শক অনুভব করতে পারবেন। বৃষ্টি এমনিতেই ভীষণ ভালো অভিনয় করে। আর এই চরিত্রটি যেন শতভাগ ফুটিয়ে তুলেছে। শামীম সামান্তাও চমৎকার অভিনয় করেছে।’ তানিয়া বৃষ্টি বলেন,‘ এর আগেও আমি কাজের বুয়ার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এই ডিসকো বুয়ার চরিত্রেটি একেবারেই আলাদা। তার চাল চলন, কথাবার্তা, পান খাওয়া এবং ঢাকাইয়া ভাষায় সংলাপ প্রক্ষেপণ-সবমিলিয়ে চরিত্রটি আমার ভীষণ ভালো লেগেছে। আমি পূর্ণ মনোযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব আশাবাদী আমি কাজটি নিয়ে।’ শামীম বলেন,‘ বৃষ্টি নিঃসন্দেহে দারুণ অভিনেত্রী। সহশিল্পী হিসেবে পাশে থাকলে অভিনয় অনেক বেশি উপভোগ্য হয়ে উঠে। সামান্তার অভিনয়ে আরো ভালো করার চেষ্টা দুর্দান্ত। নবী ভাইয়ের এই নাটকটি দর্শক সমাদৃত হবে বলেই আমার বিশ^াস।’ সামান্তা বলেন,‘ বৃষ্টি আপু, শামীম ভাইকে আমার পরিবারেরই মনে করি। তাদের সাথে একসাথে প্রথম কাজটা মনে রাখার মতোই হয়েছে। চমৎকার গল্পে ভীষণ ভালোলাগার একটা কাজ। পুরোটা সময়ই আসলে শুটিং করতে করতে ভীষণ উপভোগ করেছি। নবী ভাইকে আন্তরিক ধন্যবাদ। নাটকটি ভালো লাগলে সবার কষ্ট সার্থক হবে।’


আরো সংবাদ



premium cement
আগরতলার বাংলাদেশ হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত : পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ রংপুরে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক অবাধ-সুষ্ঠু নির্বাচনে ইসিকে সহায়তা দিতে চায় জাতিসঙ্ঘ আজাদি আজাদি স্লোগানে উত্তাল ঢাবি মৌলভীবাজারে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২ বাংলাদেশী কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত : চরমোনাই পীর বড় স্কোর না করাটা মানসিক সমস্যা : তানজিদ তামিম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম মেরিন অ্যাকাডেমির মান ভালো বলেই বিদেশীদের আগ্রহ : উপদেষ্টা সাখাওয়াত মাওলানা সা’দের উপস্থিতি ও জোড় ইজতেমার দাবিতে স্মারকলিপি

সকল