০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেলানী হত্যায় কবীর সুমনের প্রশ্ন

ফেলানী হত্যায় কবীর সুমনের প্রশ্ন -

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে উত্তাপ বাড়ছে এবং এই প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেছেন কবীর সুমন। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেক সময় সরব হয়েছেন এবং তার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করেছেন। এবার দুই দেশের সম্পর্কের উত্তপ্ত পরিস্থিতিতে ফেলানী হত্যার প্রসঙ্গ তুলেছেন তিনি।
শুক্রবার (৩০ নভেম্বর) কবীর সুমন তার ফেসবুকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতার প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করেন, যেখানে তিনি ফেলানী হত্যার প্রসঙ্গ তুলে লিখেছেন: ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’ এরপর, কবীর সুমন তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশী দেশগুলোর মুরব্বি। যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়দা।’
তিনি আরো লিখেছেন, ‘তোরা ধর্ম আর রাজনীতি নিয়ে ঝগড়া কাজিয়া করে মর। আমি প্রেম করছি, প্রেম করে যাব।’
এছাড়া রোববার (১ ডিসেম্বর) সকালে কবীর সুমন একটি নতুন পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন, ‘কোন পতাকায় লাথি দেয় কেউ, কোন পতাকায় ফুল। আমার প্রেমের পতাকা তোমার এলোমেলো হওয়া চুল। পতাকায় নয় কিছুই শুরু, পতাকায় নয় শেষ। আমিই ভারতবর্ষ প্রিয়া, আমিই বাংলাদেশ।’
তিনি আরো বলেছেন, ‘কারা করে কার অপমান প্রিয়া, কতগুলো উজবুক। আদরে আদরে এঁকে দেবো চলো সবার দেশের মুখ। ভুলে যাই কেন একজন ক্রুশে ঝুলেছেন একা একা। সকলের হয়ে, চলো প্রিয়তমা, যদি পাই তার দেখা।’ তিনি বলবেন, ‘এসো হাত ধরো, শত্রুতা ভুলে যাও।’ পতাকার চেয়ে ভালোবাসা বড়, প্রেমের গানটা গাও।’
এভাবে কবীর সুমন তার পোস্টের মাধ্যমে দুই দেশের সম্পর্কের উত্তাপ এবং মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের বিরুদ্ধে নিজের মতামত প্রকাশ করেছেন।


আরো সংবাদ



premium cement
বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে : তারেক রহমান গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা হিন্দু মঞ্চের! সিদ্ধিরগঞ্জে লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ সংবিধানের সাথে সাংঘর্ষিক পার্বত্য চুক্তির পুনমূল্যায়ন ও সন্তু লারমার পদত্যাগ দাবি চিন্ময়ের ঘটনায় আইনজীবী হত্যা : ৯ জন শ্যোন এরেস্ট, ৮ জনের রিমান্ড কৃষিবিদ গ্রুপ রিয়েল অ্যাস্টেট একক আবাসন মেলার উদ্বোধন বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেয়ার অনুমতি দেয়নি বিটিআরসি চট্টগ্রাম বিভাগীয় ২৯তম হুফফাজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে রিট আগরতলার হাইকমিশনে ভাঙচুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া বাংলাদেশের

সকল