এবার লুইপার কণ্ঠে ‘এ কি প্রেমের প্রতিদান’
- বিনোদন প্রতিবেদক
- ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার কণ্ঠে সাধারণত শ্রোতা দর্শক আধুনিক গান শুনেই অভ্যস্ত। আবার মাঝে মধ্যে ফোক গানেও অনবদ্য তিনি। লুইপার কণ্ঠে ফোক গানও যে অসাধারন তা যেন নতুন করে প্রমাণ হলো গত ২৯ নভেম্বর ইউটিউবে প্রকাশিত ‘এ কি প্রেমের প্রতিদান’ গানটি প্রকাশের পর। গানটি প্রকাশের পরপরই ইউটিউবে ভিউয়ার্সদের প্রশংসায় ভাসছেন লুইপা। শ্রোতা দর্শক তার এই ফোক গানে মুগ্ধ হয়ে নানান ধরনের অনুপ্রেরণা মূলক মন্তব্য লিখছেন। তাদের মধ্যে একজন জয়মণ্ডল লিখেছেন, ‘গানটি এবার সঠিক সুরে শুনতে পেলাম’। আরেকজন লিখেছেন, ‘শুধু ভালো না অসম্ভব ভালো ছিল’। এমনই অনেক অনেক অনুপ্রেরণামূলক শব্দে বাক্যে লুইপার গায়কীসহ সব কিছুর প্রশংসা করছেন শ্রোতা দর্শক। গানটি প্রকাশের পর লুইপাও নানান মাধ্যমে দেশ-বিদেশের নানান প্রান্ত থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন বয়াতি। গানটিতে লুইপার সাথে দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাগর দেওয়ান। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘গানটি করার জন্য মূলত আনিস রহমান ভাই আমাকে প্রথম বলেছিলেন। তো আনিস ভাইকে বলেছিলাম, আগে ভয়েজ দেই তারপর দেখি কেমন লাগে। তো একদিন আকাশ মাহমুদের স্টুডিওতে ভয়েজ দিলাম। গানটিতে ভয়েজ দেয়ার সময় সাগর দেওয়ান ভাই আমাকে খুব সহযোগিতা করলেন। মূলকথা, পুরো টিমই আসলে আমাকে ভীষণ সহযোগিতা করেছে। যে কারণে আমি আমার প্রিয় এই গানটিতে ঠিকঠাকমতো ভয়েজ দিতে পেরেছিলাম। সত্যি বলতে কী, এই গানটি আমার খুব প্রিয় একটি গান। এর আগে সাগর দেওয়ান ভাই, ইশান মজুমদারের কণ্ঠেও শুনেছি। শেষে এই গানটিও আমিও গাইলাম। খুব ভালো লাগছে। গানটি প্রকাশের পর যেভাবে সাড়া পাচ্ছি, তাতে সত্যিই মুগ্ধ আমি। আমি জানি যে, অনেকেই আমার কণ্ঠে ফোক গান শুনতে চান। তাদের জন্যই এই গান। আশা করছি আপনারা সবাই গানটি উপভোগ করবেন।’ এদিকে লুইপা একটু একটু করে স্টেজ শোতে নিয়মিত হয়ে উঠছেন। গতকালও রাজধানীর গুলশানের একটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। লুইপার কণ্ঠে প্রকাশিত আলোচিত গানগুলো হলো- ‘জেন্টলম্যান’, ‘রঙ্গিলা হাওয়া’, ‘ধীরে ধীরে’ ইত্যাদি। সিনেমাতে তার গাওয়া একমাত্র জনপ্রিয় গান ‘ধীরে ধীরে’। গানটি রায়হান রাফি পরিচালিত বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা