০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথমবার ইসলামী সঙ্গীতে আবুল হায়াত

প্রথমবার ইসলামী সঙ্গীতে আবুল হায়াত -

জনপ্রিয় ইসলামী সঙ্গীত সংগঠন কলরবের পরিচিত মুখ মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘মিছে দুনিয়া’ শিরোনামে মরমি গজলের ভিডিওতে দেখা যাবে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতকে।
একটি বাড়ির পর্যায়ক্রমে তিন প্রজন্মের মালিক হওয়া গল্পে প্রথম পুরুষ হিসেবে এতে অভিনয় করেছেন বরেণ্য এ শিল্পী। আবুল হায়াতের সঙ্গে এতে আরো অভিনয় করেছেন নাট্য মিডিয়ার জনপ্রিয় মুখ রকি খান ও তারেক জামানসহ অন্যরা। এরই মধ্যে উত্তরার একটি শুটিং হাউজে ‘মিছে দুনিয়া’ গজলের ভিডিও নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গজলটির কথা লিখেছেন গীতিকার হোসাইন নুর এবং সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। ভিডিও বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা ইয়ামিন এলান। তানজিম রেজার সঙ্গীত পরিচালনায় গজলটি ইসলামী সঙ্গীত প্রকাশের অনন্য প্ল্যাটফর্ম হলি টিউনে রিলিজ হয়েছে।
প্রথমবারের মতো ইসলামী গানে অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত গণমাধ্যমকে বলেন, গানটির বিষয়বস্তু, সুর এবং গায়কী আমার ভালো লেগেছে তাই এতে সম্পৃক্ত হয়েছি। বাস্তবতা হলো- পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকব না। সবাইকে চলে যেতে হবে। ক্ষণিকের সুখের জন্য সারাক্ষণ ধন সম্পদের পেছনে না দৌড়িয়ে নানামুখী ভালো কাজ করতে হবে আমাদের। এ গানটি ধর্ম-বর্ণ নির্বেশেষে সবার জন্য শিক্ষণীয়।
গানটির সুরকার ও গায়ক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমি এযাবৎ শ্রোতাদের থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছি মরমি নাশিদের জন্য। সঙ্গীতের সমঝদার যারা তারাও আমাকে সবসময় তাগাদা দেন, মরমি নাশিদ নিয়ে কাজ করতে। আমি আপনাদের এই ভালোবাসা ও আবেদনকে সম্মান জানাই। তারই ধারাবাহিকতায় এবারের নাশিদ মিছে দুনিয়া। আশাকরি আগের মতোই এটি সবার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ।


আরো সংবাদ



premium cement
টেস্ট বিশ্বকাপ : দক্ষিণ আফ্রিকার জয়ে পিছিয়ে অস্ট্রেলিয়া জ্যামাইকায় প্রথম দিনের প্রাপ্তি সাদমানের ফিফটি যুক্তরাষ্ট্রে ২ দিনের যাত্রাবিরতি করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট জনতার তোপের মুখে গ্রেফতার, থানায় গিয়ে ছাড়া পেলেন মুন্নী সাহা জাতীয় ঐক্যের ডাক ৫০ বিশিষ্ট নাগরিকের ভারতীয় মিডিয়ার মিথ্যাচার স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধক : পররাষ্ট্র উপদেষ্টা সরকারের প্রধান কাজ গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন রাষ্ট্রকে আহতদের দায়িত্ব নিতে হবে : ড. মঈন খান বিদ্রোহীদের দখলে আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা ইসরাইলি আগ্রাসনে ক্ষুধা, তৃষ্ণায় মৃত্যুর মুখে ২০ লাখ ফিলিস্তিনি যারা দেশকে ভালোবাসে তারা কখনো পালায় না

সকল